২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পটুয়াখালী জেলা পরিষদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, আগুনে ক্ষতিগ্রস্থ ও ছাত্র ছাত্রীদের মাঝে চেক প্রদান

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মির্জা আহসান হাবিব ঃ পটুয়াখালী জেলা পরিষদ এর আয়োজনে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসসয়ীন ও ছাত্র ছাত্রী দের মাঝে চেক প্রদান করা হয়।
৭ জুলাই বৃহস্পতিবার বেলা ১২ টায় জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ প্রশাসক মোঃ খলিলুর রহমান মোহন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ পটুয়াখালী সরকারি কলেজ প্রফেসর এ কে এম শহিদুল ইসলাম, জেলা পরিষদ প্রধান নির্বাহী শাহ মোঃ রফিকুল ইসলাম, জেলা পরিষদ নির্বাহী প্রকৌশলী মোঃ শাহজাহান। এ ছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ছোবাহান মৃধা, বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল মোতালেব, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান। চেক প্রদান অনুষ্ঠানে ৪০ জন মুক্তিযোদ্ধা আগুনে কক্ষিগ্রস্ত ২১ জন ও ৩০ জন ছাত্র ছাত্রী’র মধ্যে ৫ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদের মোঃ মনিরুজ্জামান খান।

সর্বশেষ