৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পটুয়াখালী পুলিশের আয়োজনে কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মির্জা আহসান হাবিব ঃ দূর্নীতি, মাদক, নির্যাতন নিয়ন্তনই থানা পুলিশের লক্ষ্য,পারিবারিক নির্যাতন বন্ধে থানা পুলিশের সহযোগিতা নিন, নারী বন্ধব পুলিশের সহযোগিতায় এগিয়ে আসুন,যৌতুক কে না বলি বাল্য বিবাহ রোধ করুন বিভিন্ন শ্লোগান নিয়ে পটুয়াখালীতে স্টপ, জেন্ডার বেইজ ভাওয়ালেন্স প্রকল্পের কমিউনিটি সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২টায় সদর থানা প্রাঙ্গণে পটুয়াখালী থানা এর আয়োজনে এবং ইউএনএফপিএ বাংলাদেশ এর সহযোগিতায় কমিউনিটি সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মাহাফুজুর রহমান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আখতার মোর্শেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার সদর সার্কেল মুকিত হাসান,সরকারি কলেজের উদ্ভিদ বিভাগের সহকারী অধ্যাপক সেলিনা আক্তার,প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, ইউএনএফপিএ বাংলাদেশ প্রতিনিধি শামিউল আলম। স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের তাসনিম বিনতে মনির, এবং জহিরুল ইসলামে সঞ্চালনে এছাড়া অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকি, আউলিয়াপুর ইউপি চেয়ারম্যান এ্যাড. হুমায়ুন কবির,ওসি তদন্ত মোঃ রফিকুল ইসলাম ,এসআই রুনা বেগম,মহিলা কাউন্সিলর নাহিদা আক্তার ঝর্ণা,শুকতারার পরিচালক মাহফুজা ইসলাম, বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাকসুদা লাইজু,কাজী সমিতির সভাপতি মাওলানা লোকমান হাকিম প্রমুখ।
কমিউনিটি সচেতনতা সভায় বাংলাদেশ পুলিশ পটুয়াখালী জেলার সদস্যগণ,,ইমাম, কাজী, আইনজীবী,জনপ্রতিনিধি, বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি,স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য উপস্থিত ছিলেন।

সর্বশেষ