১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পটুয়াখালী প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক রোজিনা’র মুক্তির দাবিতে মানববন্ধন 

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মির্জা আহসান হাবিব ঃ স্বাস্থ্য মন্ত্রনালয়ে প্রথম আলোর জেষ্ঠ অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের বিচার এবং রোজিনা ইসলামের নামে সাজানো মামলা এবং তার নামে সাজানো মামলা প্রত্যাহারের দাবীতে পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং সাংবাদিকদের স্বেচ্ছায় কারাবরণের হুমকি।
২১ মে শুক্রবার বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জালাল আহমেদের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, সহ-সভাপতি এড. সোহরাব হোসেন, সাবেক সাধারন সম্পাদক মুফতী সালাউদ্দিন, একুশে টেলিভিশনের প্রতিনিধি মুজাহিদুল ইসলাম প্রিন্স। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি নির্মল কুমার রক্ষিত, সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন, সাবেক সাধারন সম্পাদক জাকারিয়া হৃদয়, অর্থ বিষয়ক সম্পাদক আবুল হোসেন তালুকদারসহ শতাধিক প্রবীন-নবীন সাংবাদিকবৃন্দ। সমাবেশে বক্তারা স্বাস্থ্য মন্ত্রনালয়ে প্রথম আলোর জ্যেষ্ঠ অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা, শারীরিক নির্যাতন, সাজানো মামলা দিয়ে পুলিশে সোপর্দ করে কারাগারে প্রেরনের এবং জামিন শুনানী শেষ করেও নিঃশর্ত জামিন না দেয়ার তীব্র নিন্দা করে তার মুক্তি দাবী করেন। বক্তারা রবিবার রোজিনা ইসলামকে মুক্তি না দিলে স্বেচ্ছায় কারাবরনের হুমকি দেন বক্তারা

সর্বশেষ