১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ বাস্তবায়নে মাঠে নেমেছে পুলিশ বরগুনায় জুয়া খেলার ছবি তোলায় সাংবাদিককে মা*রধর, ক্যামেরা ছিন*তাই দুর্যোগ মোকাবিলায় ১ কোটি স্বেচ্ছাসেবী গড়ে তোলার পরিকল্পনা মঠবাড়িয়ায় মাদ্রাসার নিয়োগে ৫০ লক্ষ টাকার উৎকোচ বানিজ্য ! পাথরঘাটায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে চেয়ারম্যান পদপ্রার্থীকে শোকজ বরিশালে বাড়ছে তালপাখার চাহিদা অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে বরিশাল স্টেডিয়ামে : পানিসম্পদ প্রতিমন্ত্রী গলাচিপায় নাগরিক কমিটি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রেস বিফ্রিং যুক্তরাজ্যে বিশ্ব রেকর্ড গড়লেন বাংলাদেশী চিকিৎসক ডা. শরিফুল হালিম উজিরপুরে নোটিশ ছাড়া দোকানপাট ঘরবাড়ি উচ্ছেদ !

পটুয়াখালী/ বাসের চাকায় পিষ্ট হয়ে হেলপারের মৃত্যু

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মোল্লা এন্টারপ্রাইজ বাসের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন ওই বাসেরই হেলপার মো. রানা (৩৬)। শনিবার (২৩ জুলাই) সকাল ৯ টায় পৌর শহরের বাসস্ট্যান্ডের কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রানা ঢাকার মিরপুর এলাকার আমজাদ হোসেনের ছেলে। এঘটনায় ওই বাসটিকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮ টায় মোল্লা এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো-ব-১১-৯৩৯৯) নামের ওই বাসটি কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। পরে কলাপাড়ার কাউন্টার থেকে যাত্রী উঠিয়ে গাড়িটি ফের যাত্রা শুরু করে। এসময় অসাবধানতায় গাড়ির সামনের বাম পাশে চাকার নিচে পড়ে যায় ওই গাড়িরই হেলপার রানা। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বরিশালটাইমসকে জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তবে বাসটি আটক হলেও চালক পলাতক রয়েছে।’

সর্বশেষ