১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পদ্মা সেতুতে যানবাহনের গতিসীমা নির্ধারণ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পদ্মা সেতুতে ৬০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো যাবে না। উদ্বোধনের দুই দিন আগে গত বৃহস্পতিবার (২৩ জুন) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জারি করা গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্বোধনের পর রবিবার ভোর ৬টা থেকে পদ্মা সেতুতে সব ধরনের যান চলাচল শুরু হয়েছে। গণপরিবহনের আগেও সরকারি বিভিন্ন দপ্তরের পরিবহন আনুষ্ঠানিক পদ্মা সেতু পার হলেও এবারই প্রথম যাত্রী পারাপার শুরু হয়েছে। এক গাড়িচালক জানান, ‘দীর্ঘ দিন ধরে ফেরিতে যে দুর্ভোগ পোহাতে হয়েছে তার সমাপ্তি হলো আজকে। রাত ৯টা থেকে অপেক্ষায় ছিলাম। খুব ভোরেই টোল প্লাজার সামনে হাজির হলাম। টোলও দিয়েছি। আল্লাহর নামে চললাম।’

গতকাল শনিবার সকালে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১ জেলার সঙ্গে সড়ক পথে যোগাযোগের নতুন দিগন্ত সূচিত হয়েছে।

সর্বশেষ