৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
২৪ বছরেও আলোর মুখ দেখেনি বরিশালের সুইমিংপুল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ,ডক্টর ,আ ন ... অবশেষে ভোলায় স্বস্তির বৃষ্টি পিরোজপুরে নামল স্বস্তির বৃষ্টি প্রবাসে স্বামীদের জিম্মি করে দেশে স্ত্রীদের ধর্ষণ করেন পাথরঘাটার মামুন! আমতলীতে কুরিয়ার সার্ভিসে ৮ কেজি গাঁজা, দেবর-ভাবি গ্রেপ্তার বাউফল উপজেলা নির্বাচনে জীবন্ত ঘোড়া নিয়ে মিছিল করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ আমি চেয়ারম্যান হতে নয়, এসেছি জনগণের সেবা করতে : খান মামুন আগৈলঝাড়ায় দুধ দিয়ে গোলস করে দল ত্যাগ করলেন বিএনপি নেতা বরিশালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ২

পবিপ্রবিতে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৪ অনুষ্ঠিত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের অডিটোরিয়ামে সকাল ১০টায় এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এতে পটুয়াখালী জেলায় অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

জাতীয় বিজ্ঞান একাডেমির পরিচালনায় ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ অলিম্পিয়াড উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলী।বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে পতাকা উত্তোলন করে এ আনুষ্ঠানিকতার উদ্বোধন করা হয়। এ সময় এক সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। বিজ্ঞান অলিম্পিয়াড পরিচালনা কমিটির সদস্য-সচিব সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল হাসানের সঞ্চালনায় এ সভায় উদ্বোধনী বক্তব্য প্রদান করেন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এস এম তাওহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, “বিজ্ঞান চর্চায় তরুণ প্রজন্মকে আগ্রহী করে গড়ে তোলা-ই বিজ্ঞান অলিম্পিয়াডের মূল উদ্দেশ্য। তরুণ প্রজন্মের বিজ্ঞান চর্চাই আগামীর ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মূখ্য ভূমিকা পালন করবে।”

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলা ও বিভাগীয় পর্যায় শেষে আগামী ৯ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এবারের বিজ্ঞান অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

সর্বশেষ