১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

পবিপ্রবি খুলছে ৩০ সেপ্টেম্বর

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
করোনা মহামারির কারণে দীর্ঘ বন্ধের পর আগামী ৩০ সেপ্টেম্বর খুলে দেওয়া হচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যা¤পাস। প্রথম ডোজ টিকা গ্রহণ সাপেক্ষে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে এবং শিক্ষার্থীদের জন্যে হলগুলো খুলে দেওয়া হবে। শনিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৮তম রিজেন্ট বোর্ডের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন রিজেন্ট বোর্ডের সচিব পবিপ্রবি’র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. কামরুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, ‘সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম ও শিক্ষার্থীদের হল খুলে দেওয়া হবে। ৩০ সেপ্টেম্বর সপ্তম সেমিস্টার ও মাস্টার্স এবং ১৮ অক্টোবর থেকে দ্বিতীয় ও পঞ্চম সেমিস্টারের কার্যক্রম চালু করা হবে। তিনি আরও বলেন, ‘সভায় শিক্ষার্থীদের টিকা ও স্বাস্থবিধির বিষয়টি নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা অবশ্যই প্রথম ডোজ টিকা গ্রহণ সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ে ক্লাসে অংশ নিতে ও হলে প্রবেশ করতে পারবেন।’

সর্বশেষ