২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পবিপ্রবি বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. সন্তোষ কুমার বসু, মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এবং অন্যান্য নেতৃবৃন্দকে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। পরে এ উপলক্ষ্যে উপজেলার আঙ্গারিয়া এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ ও পবিত্র কুরআন শরীফ খতম করিয়েছেন। সোমবার দুপুর ১টায় এ উপলক্ষ্যে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন পবিপ্রবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক প্রফেসর ড. সন্তোষ কুমার বসু, সাংগঠনিক সম্পাদক সুজন কান্তি মালী, সদস্য প্রফেসর এ বি এম মাহবুব মোর্শেদ খানসহ বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। পরে নেতৃবৃন্দ আঙ্গারিয়া এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন।

সর্বশেষ