১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষিকাকে কুপিয়ে হত্যার চেস্টা, গ্রেপ্তার-১ সাংবাদিক শাহিন হাফিজের "মা" র মৃত্যু, এনডিবিএ'র শোক প্রকাশ মহাসড়কে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণ করতে বরিশাল জেলা প্রশাসনের অভিযান পটুয়াখালীর দুমকিতে প্রাণিসম্পদ প্রদর্শনী  উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান বরিশালে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক বানারীপাড়ায় তহশিলদার ও সার্ভেয়ারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রিজন সেলে হাজতিকে হত্যার দাবি স্বজনদের, কারারক্ষীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দাম বেড়ে ফের রেকর্ড, স্বর্ণের ভরি ১ লাখ ২০ চরকাউয়া ইউনিয়ন যুবলীগের মতবিনিময় সভায় খান মামুন রাজাপুরে গ্যাস সিলিন্ডার লিক হয়ে মাইক্রোবাসে আগুন

পরিষদের পুকুরের মাছ চুরির অভিযোগ: ব্যবস্থা নিতে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হারুন অর রশিদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
উপজেলা পরিষদের সদস্যদের না জানিয়ে নির্বাহী অফিসারের কার্যালয়ের পিছনের পুকুরে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ারের নির্দেশে মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনির নেতৃত্বে তার ভাই মোঃ মতিউর রহমান ১০/১২ জন জেলে নিয়ে গোপনে মাছ চুরির অভিযোগে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমানসহ পরিষদের ১১ সদস্য।

মঙ্গলবার দুপুরে আমতলী সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা পরিষদ সদস্য ও আমতলী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন গত বৃহস্পতিবার রাত অনুমান ৩টার দিকে উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মোঃ হাসান মৃধা, স্থানীয় কবির হাওলাদার ও শাহআলম পরিষদের মধ্যে লোকজনের উপস্থিতি দেখে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখেন মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনির নেতৃত্বে তার ভাই মতিউর রহমানসহ ১০/১২ জন জেলে পুকুরে মাছ শিকার করতেছে। এসময় তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে টহল পুলিশের দায়িত্বে থাকা আমতলী থানার এসআই দাদন মিয়াসহ পুলিশ সদস্যরা রাতেই ঘটনাস্থলে পৌছে মহিলা ভাইস চেয়ারম্যান ও তার সাথে থাকা জেলেদের আটক করে জাল জব্দ করেন। তখন মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি পুলিশকে জানায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান তাকে এ পুকুর থেকে মাছ ধরতে বলেছেন। তার নির্দেশেই তিনি জেলেদের নিয়ে এখানে মাছ ধরতে এসেছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান ও তার সাথের লোকজনসহ জেলেদেরকে পুলিশ আটক করেছে মর্মে এ সংবাদ পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান ওই রাতেই ঘটনাস্থলে পৌছে মহিলা ভাইস চেয়ারম্যানের পক্ষে কথা বলেন এবং সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান ঘটনাস্থলে চলে আসেন। ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে উপজেলা নির্বাহী অফিসার মহিলা ভাইস চেয়ারম্যানসহ জেলেদের ছেড়ে দেন।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, উপজেলা পরিষদের পুকুরে মাছ ধরা হবে এ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও পরিষদের সদস্যদের জানার অধিকার রয়েছে। পরিষদের কোন সদস্যকে না জানিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান কৌশলে মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনিকে দিয়ে মাছ চুরি করে নিয়ে যাওয়াই তার উদ্দেশ্যে ছিল। আমরা উপজেলা পরিষদের সদস্যরা এ মাছ চুরির বিষয় তদন্তপূর্বক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান ও মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড. মোঃ নুরুল ইসলাম, আঠারোগাছিয়া ইউপি চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, হলদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম মৃধা, চাওড়া ইউপি চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান বাদল খান, আড়পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোসাঃ মজিবুন্নেছা, সদস্য নাজমুন নাহার বেগম, সাবিনা ইসলাম ময়না ও নাজমুন্নাহার।

সর্বশেষ