২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বরিশালে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চরকাউয়ায় যুবলীগ নেতা খান মামুনের গণসংযোগ বাংলাদেশে বর্তমানে ভারতের তাবেদার সরকার শাসন করছে : বরিশালে ভিপি নুর বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ, ইমামের কক্ষে আগুন উজিরপুরে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার কাউখালীতে পাটি খাতে রূপালী ব্যাংকের ক্লাস্টার ভিত্তিক ঋণ বিতরণ বিআরডিবি'র কার্যক্রম পরিদর্শনে সচিববৃন্দ মনপুরায়, কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও উঠান বৈঠক বরিশালে ‘সাড়ে তিনশ’ কোটি টাকা ব্যয়ে নির্মিত শহর রক্ষা বাধ দখলের মহোৎসব উজিরপুরে মাদকসহ জেলা ডিবি'র খাচায় ১ মাদক কারবারী আটক রাজাপুরে নিখোজ ভ্যান চালকের লাশ ভাসছিলো নদীতে

পাওনা টাকা চাওয়ায় সাংবাদিক লাঞ্ছিত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মোঃ রাজিব খান, বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার বেতাগীতে পাওনা টাকা চাওয়ায় স্থানীয় এক সাংবাদিককে লাঞ্ছিত করা হয়েছে। মঙ্গলবার পৌরশহরের ৭ নং ওয়ার্ডে এ ঘটনাটি ঘটে। লাঞ্ছিত সাংবাদিকের নাম মোঃ শাহ্‌ আলম রুবেল। তিনি পৌরসভার ৭ নং ওয়ার্ড এর বাসিন্দা ও বরিশালের আঞ্চলিক দৈনিক আজকের বার্তার বেতাগী উপজেলা প্রতিনিধি এবং বেতাগী প্রেসক্লাবের সদস্য।
জানা যায়, জানা যায়, বেতাগী সদর ইউনিয়নের ঝোপখালী গ্রামের বাসিন্দা রিপন মৃধার কাছে শাহ আলাম রুবেল ২ লক্ষ টাকা পান। তিনি প্রায় সময় পাওনা টাকা ফেরত চাইলেও রিপন তাকে ঘুরাতে থাকে। ঘটনার দিন রুবেল তার ব্যক্তিগত কাজে রূপালী ব্যাংক এ লেনদেন করতে গেলে সেখানে ঘটনাচক্রে রিপনের সাথে তার দেখা হয়। তখন রুবেল রিপনের কাছে আবারও তার পাওনা টাকা চাইলে রিপন ক্ষিপ্ত হয়ে ওঠে। বাকবিতন্ডার এক পর্যায়ে রিপন তার সাথে আসা লোকজনদের নিয়ে হঠাৎ রুবেলের উপর অতর্কিত হামলা করে। এতে রুবেল আহত হলে পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে শাহ আলম রুবেল বলেন, আমি রুপালী ব্যাংকে ব্যক্তিগত কাজের উদ্যেশ্যে গেলে সেখানে আমার সাথে রিপনের দেখা হয়। তখন আমি আমার পাওনা টাকা চাইলে রিপন ক্ষিপ্ত হয়ে তার সাথে লোকজনদের নিয়ে আমাকে মারধর করে। আমি হাসপাতালে চিকিৎসাধিন থাকা অবস্থায় উল্টো রিপন তার স্বজনদের দিয়ে থানায় আমার নামে মিথ্যে অভিযোগও দেয়।

এ ব্যাপারে বেতাগী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, দুই পক্ষেরই অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে

সর্বশেষ