১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

পাথরঘাটায় খালে নোঙর করা ট্রলারে আরেকটির ধাক্কা, জেলে নিখোঁজ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পাথরঘাটা প্রতিনিধি :: বরগুনার পাথরঘাটায় এফবি সাফ-২ নামের একটি মাছ ধরার ট্রলার নোঙর করতে গিয়ে আরেকটি ট্রলারের ধাক্কায় মনির হোসেন (৩০) নামে এক জেলে খালে পড়ে নিখোঁজ রয়েছেন।

রোববার (৫ মে) দুপুর ১২টার দিকে পাথরঘাটা উপজেলার লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ জেলে লক্ষ্মীপুর সদর উপজেলার চকবাজার নামক এলাকার বাসিন্দা মো. আব্দুল্লার ছেলে। উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, পাথরঘাটা উপজেলার বড় টেংরা নামক এলাকার মোস্তফা গোলাম কবিরের মালিকানাধীন সাফ-২ নামের ট্রলারটি নোঙর করতে লঞ্চঘাটে আসে। এ সময় ট্রলারের ড্রাইভিং হ্যান্ডেলের সঙ্গে ধাক্কা লেগে মাঝি মনির নদীতে পড়ে যান। পরে দীর্ঘ সময় অতিবাহিত হলেও মনিরের সন্ধান না পেয়ে স্থানীয়রা পাথরঘাটা থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড সদস্যরা এসে উদ্ধার অভিযান শুরু করলেও এখনো সন্ধান পাওয়া যায়নি নিখোঁজ মনিরের।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান বলেন, নিখোঁজ জেলের সন্ধান পেতে উদ্ধার অভিযান চলমান রয়েছে। তবে এখনো নিখোঁজ মনিরের কোনো সন্ধান না পাওয়ায় পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

সর্বশেষ