২রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
অফিস কক্ষে প্রকাশ্যে ঘুষ নেয়া বাউফলের সেই খাদ্য কর্মকর্তার বদলি আগৈলঝাড়ায় স্বামীর বাড়িতে না যাওয়ায় স্কুলছাত্রীকে শিকলে বেঁধে নির্যা*তন বানারীপাড়ায় নির্বাচনে প্রার্থীদের পক্ষে কাজ করায় বিএনপির ৩ নেতা বহিষ্কার বরিশালে ‘অভিশপ্ত আগস্ট’ নাটকের ১৪৭তম মঞ্চায়ন আগৈলঝাড়ায় পল্লী বিদ্যুতের স্বেচ্ছাসেবী যুবককে মারধরের অভিযোগ বিচ্ছিন্ন ভিনগ্রহে পরিনত হচ্ছে বাকেরগঞ্জের কবাই গলাচিপায় চিড়া-মুড়ি দিয়েই ত্রাণে ক্ষান্ত, ঠায় বসে দুর্গতরা অ্যাজমা কি পুরোপুরি নিরাময় সম্ভব? কলাপাড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ব্র্যাক প্রতিষ্ঠানের নগদ অর্থ সহায়তা প্রদান বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন এমপি রেজাউল

পাথরঘাটায় জালে ধরা পড়লো ২১ কেজির ভোল মাছ, সাড়ে ৩ লাখে বিক্রি

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

অনলাইন ডেস্ক ::: বঙ্গোপসাগরে জালে ধরা পড়া ২১ কেজি ওজনের একটি ভোল মাছ সাড়ে তিন লাখ টাকায় বিক্রি করা হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রের মো. আলম মিয়ার আড়তে মাছটি খোলা ডাকে বিক্রি হয়।

মাছটি কেনেন পাইকারি ব্যবসায়ী মো. সোলায়মান। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

জানা গেছে, বহির্বিশ্বে বিরল প্রজাতির এই ভোল মাছের বালিশের ব্যাপক চাহিদা রয়েছে। সহজে এ মাছ ধরা না পড়ায় এর চাহিদাও বেশি। মাছটির প্রতি কেজির মূল্য পড়েছে ১৬ হাজার ৬৬৬ টাকা। মাছটি পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবিরের মালিকানাধীন এফবি তন্ময় নামের ট্রলারের জালে ধরা পড়ে। এই ট্রলারের জেলেরা গত মঙ্গলবার পাথরঘাটা থেকে বঙ্গোপসাগরে মাছ শিকার করতে যান। এর দুই দিন পর মাছটি তাঁদের জালে আটকা পড়ে।

পাইকারি ব্যবসায়ী সোলায়মান বলেন, ‘ভোল মাছটি ৩ লাখ ৫০ হাজার টাকায় কিনেছি। মাছটি চট্টগ্রামে পাঠানো হবে। আশা করি মাছটিতে ভালোই লাভ হবে।’

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘আগে অনেক ভোল মাছ পেত জেলেরা। এখন তুলনামূলক কম পাওয়া যাচ্ছে। বর্তমানে বহির্বিশ্বে এই মাছের বালিশের প্রচুর চাহিদা রয়েছে।’

পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, এই মাছের বালিশ বিদেশে রপ্তানি হয়। ওষুধ তৈরিতে এটি ব্যবহার করা হয়।

সর্বশেষ