৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পাথরঘাটায় ট্রাকের ধাক্কায় টমটম শ্রমিক নিহত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরগুনা প্রতিনিধি ::: বরগুনার পাথরঘাটায় ট্রাকের পেছনের অংশের ধাক্কায় টমটম উল্টে পরে রবিউল ইসলাম (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের পূর্ব হাতেমপুর তেলের পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রবিউল উসলাম মোড়লগঞ্জ উপজেলার বদনাভাঙ্গা এলাকার লোকমান হোসেন গাজীর ছেলে।

তিনি উপজেলার কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে বিয়ে করে পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন এবং বালু বহনকারী টমটমের শ্রমিক হিসেবে কাজ করতেন।

সরেজমিনে গিয়ে জানা গেছে, দুপুর ১২টার দিকে পাথরঘাটা পৌরসভা হতে টমটমযোগে মাছের খাল যাওয়ার পথে ঘটনা স্থলে পৌঁছালে বিপরীত দিক একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৭৮৯১) সড়কের মোড় ঘুরতে গেলে ট্রাকটির পিছনের অংশের ধাক্কা লাগে। সাথে সাথেই টমটমটি উল্টে গিয়ে শ্রমিক রবিউল ইসলাম আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। বরিশাল যাওয়ার পথে তার মৃত্যু হয়।

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হবে।

সর্বশেষ