১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পানিসম্পদ প্রতিমন্ত্রীর সামনেই কুয়াকাটা সৈকত রক্ষায় মানববন্ধন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হোসাইন আমির- কুয়াকাটা প্রতিনিধি-

দীর্ঘ ১০ বছর ধরে অব্যাহত ভাঙ্গন কবলে থাকা বিশ্ব নন্দিত সৌন্দয্য লিলাভুমি কুযাকাটার সৈকত। প্রতি জোতে দুইশ ফুট সীবিচ ক্ষয় হয় বড় বড় ঢেউ সৈকতের ওপর আছড়ে পরে লন্ডভন্ড করেছে কুয়াকাটার সমুদ্র সৈকত। ক্রমশ ছোট হচ্ছে কুয়াকাটার মানচিত্র। পর্যটক ও স্থানীয়রা সবাই মিলে চোখ দিয়ে দেখছে আর খারাপ নিশ্বাস নিচ্ছে। সম্ভাবনাময় বিশ্বের একমাত্র জায়গা যেখানে দাড়িয়ে সূর্য্যদয় ও সূর্যাস্ত দেখা যায় সাগর কন্যাখ্যাত কুয়াকাটা। তাও সাগরে বিলিন হচ্ছে। র্দীঘদিন ধরে সৈকত রক্ষায় আনন্দোলন করে আসলেও কোন আপডেট নেই সরকারের একমাত্র প্রতিষ্ঠান পানি উন্নায়ন বোর্ড পাউবোর। এই বিষয় নিয়ে ক্ষোভে ফাটছেন স্থানীয় সামাজিক সংগঠনের নেতারা। গত কাল মাননীয় মন্ত্রীর আকর্ষিক পরিদর্শনে খবর পেয়ে স্থানীয় সরকার দলীয় সংগঠন ও সামাজিক সংগঠন গুলি মানববন্ধনের আয়োজন করেন। এরা হলেন কুয়াকাটা পৌর আওয়ামীলীগ,ট্যুরিজম ম্যানেজমেন্ট এ্যাসোসিয়েশন কুটুম, তরুন ক্লাব, শুভ সংঘ ক্লাবের ব্যানারে মানববন্ধন করেন।এরই মধ্যেই পানি সম্পদ প্রতিমন্ত্রী উপস্থিত হন। এসময় পরিদর্শনে

নেদারল্যান্ড প্রযুক্তির ব্যবহার করে কুয়াকাটা ও কক্সবাজার সৈকতের ভাঙ্গন রোধে বড় বাজেটের স্থায়ী প্রকল্প হাতে নেওয়া হয়েছে। একনেকের অনুমোদন পেলে খুব শীঘ্রই এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। পর্যটন নগরী সাগর কন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতের ভাঙ্গন পরিদর্র্শণ শেষে গত কাল শনিবার সন্ধ্যা আগ মুর্হুতে এসব কথা বলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক।

এসময় তিনি আরো বলেন, বৈশ্বিক ঊষ্ণতাজনিত জলবায়ূ পরিবর্তনের ফলে প্রচুর বৃস্টিপাত বৃদ্ধিসহ আবহাওয়ায় বিরূপ প্রভাব সৃস্টি হয়েছে। এতে সমুদ্র ও নদীর স্রোত ধারার পরিবর্তনে ভাঙ্গনের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। উপক‚লীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের আওতায় ১৩৯ টি পোল্ডারে বেরিবাঁধের উন্নয়ন কাজের জন্য বিশ্বব্যাংকের ৩ হাজার ২শ’ ৮০ কোটি টাকার একটি প্রকল্প রয়েছে। ভ‚মি অধিগ্রস্থন জটিলতার কারনে দশটি পোল্ডরের কাজ শুরু করা হয়েছে। বাকি ১২৯ টি পোল্ডারের কাজ ৫ বছর মেয়াদী প্রকল্পের আওতায় খুব শীগ্রই শুরু হচ্ছে। এসব প্রকল্পের কাজ সমাপ্ত হলে বেড়িবাঁধ এবং নদী ভাঙন নিয়ে এলাকাবাসীর দীর্ঘ দিনের চলমান সমস্যার সমাধান হবে। পরিদর্র্শণ কালে দ্রæত এ সৈকত ভাঙ্গন রক্ষার দাবীতে মন্ত্রীর সামনে স্থানীয়

এসময় তার সাথে স্থানীয় সাংসদ অধ্যক্ষ মহিব্বুর রহমান, কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লাসহ পানিউন্নয়ন বোর্ড ও জেলা উপজেলার প্রসাশনিক কর্মকতাগণ উপস্থিত। মন্ত্রী কুয়াকাটার ভাংগন কবলিত বিভিন্ন স্থাপনাসহ উপক‚লীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের আওতায় চলমান উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন

সর্বশেষ