২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরের ৩টি আসনে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি ::: পিরোজপুরের তিনটি আসনের ৪২০টি ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনি সরঞ্জাম। আসনগুলো হলো, পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিপুর ও ইন্দুরকানী), পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া)।

শনিবার বেলা ১১টায় জেলার ৭টি উপজেলার নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এসব সরঞ্জাম পাঠানো শুরু হয়।

৩টি আসনে ১২টি রাজনৈতিক দলের ১২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসনগুলোতে মোট ভোটার সংখ্যা ৯ লাখ ৭৪ হাজার ৯৭২ জন। পুরুষ ভোটার ৪ লাখ ৯২ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ৪ লাখ ৮২ হাজার ৮৭৩ জন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, জেলার ৪২০টি ভোট কেন্দ্রের মধ্যে ১৩০টি ঝুঁকিপূর্ণ। তবে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে বলে জানান তিনি।

সর্বশেষ