২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে আপন ২ ভাইয়ের মধ্যে সংঘর্ষ, আহত ৪

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে জাল পাতাকে কেন্দ্র করে কুপিয়ে আহতর ঘটনায় ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন মৃত হোসেন আলী আকন এর পুত্র হায়দার আকন (৬৫), হারেস আকন (৫০), হায়দার এর পুত্র রাব্বি আকন (১৯), হারেস এর পুত্র মারুফ আকন (১৪)।

আজ বুধবার (৭ জুলাই) দুপুরে সদর উপজেলার ৭ নং শংকর পাশা ইউনিয়নের বাদোখালী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান।

স্থানীয় ও আহতের সূত্রে জানা যায়, গত কয়েকদিন যাবৎ সদর উপজেলার বাদোখালী গ্রামে আপন ২ ভাইয়ের মধ্যে মাছ ধরার জাল পাতাকে কেন্দ্র করে দন্দ চলে আসছিল। আজ সকালে মৃত হোসেন আলী আকন এর পুত্র হায়দার আকনকে তার ছোট ভাই হারেস আকন জালের বিষয়ে জিজ্ঞাসা করলে সে নিয়ে তর্কের এক পর্যায়ে গাছ কাটা দা দিয়ে দুই ভাই একে অপরকে কুপিয়ে আহত করে। সেই দন্দ ঠেকাতে গিয়ে তাদের ২ ছেলে আহত হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের গুরুতর আহত অবস্থায় পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসেন।

জেলা হাসপাতালের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. তন্ময় মজুমদার জানিয়েছে, চার জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি ৩ জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে ভর্তি কার হয়েছে।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান জানিয়েছেন, দুই ভাইয়ের মধ্যে জাল নিয়ে দন্দের এক পর্যায়ে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে মামলা নিয়ে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ