১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে আশার ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক –
পিরোজপুরবাসীকে সেবা দেয়ার লক্ষ্যে বহুল জনপ্রিয় এনজিও আশার উদ্যোগে ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় আশা পিরোজপুর জেলা কর্তৃক আয়োজিত ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন ও প্রয়াত প্রেসিডেন্ট সফিকুল হক চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রী ক্যাম্প ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আশা ফিজিও থেরাপি সেন্টার ও ফ্রী ফিজিওথেরাপি ক্যাম্পের শুভ উদ্ভোদন করেন পিরোজপুর জেলার জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিরোজপুর ০৮ নং পৌর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল হাই হাওলাদার, পিরোজপুর ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার মোঃ জসিম উদ্দীন, সিনিয়র থেরাপীষ্ট মোঃ এ. রহমান। সভাপতিত্ব করেন পিরোজপুর জেলার ডিষ্ট্রিক্ট ম্যানেজার মোঃ আলাউদ্দিন । এছাড়া ও উপস্থিতি ছিলেন বিভিন্ন আশা পিরোজপুর সদর অঞ্চলের আরএম মোঃ মতিউর রহমান, ফিজিও ডাঃ মোঃ হাবিবুর রহমান, সদর-০১ ব্রাঞ্চের বিএম মোঃ শফিকুল ইসলাম, সদর-০২ ব্রাঞ্চের বিএম মোঃ হাসান নোমান সহ বিভিন্ন এনজিও , ব্যাংক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ। তাছাড়া পিরোজপুর এর স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও সেবা গ্রহীতাগন উপস্থিত থেকে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সরকারের পাশাপাশি আশার এ উদ্যোগকে স্বাগতম জানাই। আমাদের দেশে এ ধরনের চিকিৎসা খুবই প্রয়োজন। আশার এই ফিজিওথেরাপির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। সাধারণ মানুষের জন্য আশার এই সেবার কলেবর আগামীতে আরো বৃদ্ধি পাক।

সর্বশেষ