১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

পিরোজপুরে কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি ::: পিরোজপুরে ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গত কয়েকদিন ধরে তাপমাত্রা অনেক কম থাকায় ভোগান্তিতে সাধারন মানুষ। দুপুর ১২ টায়ও দেখা মিলছে না সূর্যের আলোর। রাস্তাঘাটে উপস্থিতি অনেক কম।

এতে করে চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এমনকি যানবাহনেও যাত্রীদের তেমন কোনো আনাগোনা নেই। বিভিন্ন জায়গায় সাধারণ মানুষদের আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে। সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ তাদের।

শনিবার (১৩ জানুয়ারি) সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রী সেলসিয়াস। তবে আজ দু’দিন পর্যন্ত তেমন কোনো কুয়াশা না থাকলেও শীতের তীব্রতা ছিল বেশি। জেলার হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়াসহ শীতজনিত রোগীর সংখ্যা। পিরোজপুর জেলা হাসপাতাল ১০০ শয্যার হলেও সেখানে রোগী ভর্তি আছে প্রায় দুইশত।

সর্বশেষ