২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বরিশালে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চরকাউয়ায় যুবলীগ নেতা খান মামুনের গণসংযোগ বাংলাদেশে বর্তমানে ভারতের তাবেদার সরকার শাসন করছে : বরিশালে ভিপি নুর বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ, ইমামের কক্ষে আগুন উজিরপুরে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার কাউখালীতে পাটি খাতে রূপালী ব্যাংকের ক্লাস্টার ভিত্তিক ঋণ বিতরণ বিআরডিবি'র কার্যক্রম পরিদর্শনে সচিববৃন্দ মনপুরায়, কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও উঠান বৈঠক বরিশালে ‘সাড়ে তিনশ’ কোটি টাকা ব্যয়ে নির্মিত শহর রক্ষা বাধ দখলের মহোৎসব উজিরপুরে মাদকসহ জেলা ডিবি'র খাচায় ১ মাদক কারবারী আটক রাজাপুরে নিখোজ ভ্যান চালকের লাশ ভাসছিলো নদীতে

পিরোজপুরে করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ৮০

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি :: করোনা আক্রান্ত হয়ে পিরোজপুরে চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া নতুন শনাক্ত হয়েছেন ৮০ জন। বৃহস্পতিবার (০১ জুলাই) পিরোজপুর জেলা হাসাপাতালের সিভিল সার্জন হাসানাত ইউসুফ ঝাকি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলা সদরে ২৭, নেছারাবাদে ১৩, ভাণ্ডারিয়ায় ২০, মঠবাড়িয়ায় ১০ ও নাজিরপুর উপজেলায় ১০ জন করোনার নতুন রোগী শনাক্ত হয়েছেন। আর এ সময়ে চিকিৎসাধীন অবস্থায় জেলা সদর হাসপাতালে ৩ ও ভাণ্ডারিয়ায় ১ জন নিয়ে জেলায় মোট চার জনের মৃত্যু হয়েছে।

জেলা হাসপাতাল সূত্র জানায়, তৃতীয় ধাপের মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৭৫ জন।

সারাদেশে লকডাউনের প্রথমদিনে জেলা শহরসহ জেলার বিভিন্ন উপজেলায় লকডাউন কার্যকর করতে প্রশাসনের উদ্যোগে চলছে কঠোর নজরদারি। এদিন সকাল ৮টা থেকে জেলা পুলিশ সুপার (এসপি) মো. হায়াতুল ইসলাম খানের নেতৃত্বে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেক পোস্টসহ ভ্রাম্যমাণ আদালত কাজ করছেন। এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় থানা পুলিশের উদ্যোগে লকডাউন কার্যকর করতে পুলিশ কাজ করছেন।

পিরোজপুরের এসপি মো. হায়াতুল ইসলাম খান জানান, লকডাউন কার্যকর করতে জেলা শহরের বিভিন্ন স্থানে চেকপোস্টসহ ২২টি টিম কাজ করছে। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত কাজ করছেন।

পিরোজপুরের জেলা প্রশাসক (ডিসি) আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, জেলার সদর উপজেলাসহ জেলার সাতটি উপজেলায় লকডাউন কার্যকর করতে পৃথকভাবে ১৫টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছেন।

সরেজমিনে ঘুরে ও জেলার বিভিন্ন উপজেলায় খোঁজ দেখা গেছে, জেলার বিভিন্ন উপজেলার সঙ্গে অন্যান্য উপজেলা ও রাজধানীসহ দেশের সব জেলার যোগাযোগ বিচ্ছিন্ন রাখতে রাস্তায় রাস্তায় বাঁশ দিয়ে চলাচলের পথ আটকে দেওয়া হয়েছে। এছাড়া নাজিরপুর-পিরোজপুর সড়কের চৌঠাইমহল বাসস্ট্যান্ডে নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দলকে কাজ করতে দেখা গেছে।

সর্বশেষ