১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে কৃষক হত্যা মামলা দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরে ‘পরকীয়া প্রেমের জেরে’ এক কৃষককে হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ মো. মহিদুল জামান এ আদেশ দেন।

এ সময় আদালত দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে আরো ২০ হাজার টাকা জরিমানা করেন।

দণ্ডিতরা হলেন বাগেরহাট জেলার কচুয়া উপজেলার চর টেংরাখালী গ্রামের ছবেদ আলী মোল্লা মেয়ে রহিমা বেগম (৩২) এবং পিরোজপুর জেলার সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের আশ্রাফ আলী সরদার ওরফে আশু সরদারের ছেলে মাহাবুবুর রহমান (৪০)।

নিহত কৃষক নজরুল ইসলাম হাওলাদার (৫০) পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের উত্তর পোরগোলা গ্রামের আবদুল কাদের হাওলাদারের ছেলে।

মামলার বাদী পক্ষের আইনজীবী খান মো. আলাউদ্দিন জানান, ২০১৬ সালের ২২ জানুয়ারি নজরুল ইসলাম হাওলাদার নিখোঁজ হন।

৩০ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় কদমতলা ইউনিয়নের বাগমারা গ্রামের পান্নু সরদারের জমিতে তার মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে ৩১ জানুয়ারি রহিমা বেগম, গোলাম মোস্তফা ওরফে মোস্ত মেম্বার, তার ছেলে বদিউজ্জামান সেন্টু এবং মাহাবুবুর রহমান সরদারকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেন।

তিনি বলেন, “পরকীয়া প্রেমের জেরে ওই ঘের ব্যবসায়ী নিহত হন।”

এ ঘটনায় ২২ জনের সাক্ষ্য শেষে হত্যার দায়ে রহিমা বেগম ও মাহাবুবুর রহমান সরদারের যাবৎজ্জীবন কারাদণ্ডসহ প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমান প্রদান করে এ রায় দেওয়া হয়।

সর্বশেষ