৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে নতুন আরও ৩০ জনের করোনা শনাক্ত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরে নতুন করে ৩০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাস আক্রান্তে সংখ্যা হলো ৩৭৪ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর মধ্যে ৫ জন মারা গেছেন।

নতুন করোনা আক্রান্তের মধ্যে পিরোজপুর সদর উপজেলায় ১০ জন, ভান্ডারিয়ায় ৭ জন, মঠবাড়িয়ায় ২ জন, কাউখালীতে ৬ জন, নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ৫ জন রয়েছেন। জেলায় ৩৪ জন করোনা আক্রান্ত রোগী আইসোলেশনে আছেন।

পিরোজপুর জেলায় এ পর্যন্ত মোট ২ হাজার ৭৭২টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

জেলায় করোনাভাইরাস সংক্রমণের মাত্রা মঠবাড়িয়া উপজেলায় সবচেয়ে বেশি। এ উপজেলায় ১১১ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছে। এর পরেই বেশি আক্রান্ত এলাকা ভান্ডারিয়া উপজেলা। এ উপজেলায় আক্রান্তের সংখ্যা ৭৬ জন। এছাড়া পিরোজপুর সদর উপজেলায় করোনা আক্রান্তে হয়েছে ৭৫, নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ৪৪ জন, কাউখালী উপজেলায় ২৭ জন, ইন্দুরকানী উপজেলায় ২২ জন এবং নাজিরপুর উপজেলায় ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

পিরোজপুর সিভিল সার্জন মো. হাসনাত ইউসুফ জাকি জানান, বর্তমানে জেলায় কোন লকডাউন না থাকা এবং লোকজনের চলাচল স্বাভাবিক হওয়ায় কমিউনিটি ট্রান্সমিশনের কারণে করোনাভাইরাস সংক্রমণের হার বেড়েছে। তাছাড়া অনেক ক্ষেত্রেই মানুষজন স্বাস্থ্যবিধি মেনে চলছে না।

সর্বশেষ