১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বঙ্গোপসাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা: চরম দুশ্চিন্তায় জেলেরা ! মায়ের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ মেয়ের, শাস্তির দাবিতে মানববন্ধন উজিরপুরে তাবিজ দেয়ায় ইমামকে বহিষ্কার, খুলে নেওয়া হলো দানের মালামাল বাউফলে বজ্রপাতে শ্রেণি কক্ষে সংজ্ঞা হারিয়ে হাসপাতালে দুই শিক্ষার্থী চরফ্যাশনে বিদ্যুৎস্পৃ*ষ্টে প্রাণ গেল শিশুর দশমিনায় মোবাইল না দিয়ে মায়ের বকাঝকা, এসএসসি পাস শিক্ষার্থীর আ*ত্মহ*ত্যা দুমকিতে কাওসার আমিনের উঠােন বৈঠকে হাজার হাজার জনতার ঢল গলাচিপা উপজেলা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ১৫ জন ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন হজ ইসলামের অন্যতম স্তম্ভ স্বর্ণের দাম আরও বাড়ল

পিরোজপুরে বিএনপির ৩৮০ নেতা-কর্মীর নামে মামলা; গ্রেফতার ১৫

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে বিএনপির পদ যাত্রায় সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে দলের আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও সদস্য সচীব গাজী আহিদুজ্জামান লাভলু সহ ৮০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া ওই মামলায় আরো ৩ শত জনকে অজ্ঞাত করে আসামী করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) রাতে পিরোজপুর সদর থানার এসআই মো. মাকসুদুর রহমান বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন। এঘটনায় থানা পুলিশ এ পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করেছেন।
জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন জানান, ওই দিন সকাল সাড়ে ১১টার দিকে শহরের পিরোজপুর ফায়ার সার্ভিসের সামনের সড়কে বিএনপি ও ছাত্রদল সহ অংগ সংগঠনগুলো তাদের নেতা-কর্মীদের নিয়ে কেন্দ্রীয় ঘোষিত শান্তিপূর্ন পদযাত্রা কর্মসূচী পালন করছিলেন। এ সময় পুলিশ কর্মসূচীকে পন্ড করতে তাদের উপর হামলা করে। এতে বিএনপি ২৫-৩০ নেতা-কর্মী আহত হন। তিনি আরো জানান, এমন ভাবে হামলা-মমালা আর বাঁধা দিয়ে পুলিশ ছাত্রদলের কর্মীদের দমাতে পারবে না।
জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, বিএনপির আন্দোলনকে দমিয়ে রাখতে পুলিশ বাদী হয়ে বিএনপির নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করেছেন। বিনা কারনে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের গ্রেফতার করে হয়রানী করছেন।
পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান জানান, গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) বিএনপিকে শান্তিপূর্ন কর্মসূচী করতে অনুমতি সহ সহযোগীতা করা হয়েছে। কিন্তু তারা হঠাৎ সেই কর্মসূচী থেকে পুলিশের উপর হামলা হামলা করা হয়। এতে পুলিশের ৯ সদস্য আহত হন। আহতরা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ