১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
পটুয়াখালীতে মহাসড়কে অটোরিকশা চালাতে প্রতি মাসে দিতে হয় হাজার টাকা দশমিনায় মোটরসাইকেল মার্কার কর্মীকে পেটালো প্রতিপক্ষ জাল ভোট পড়লেই ভোটকেন্দ্র বন্ধ : ঝালকাঠিতে ইসি আহসান বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ বাস্তবায়নে মাঠে নেমেছে পুলিশ বরগুনায় জুয়া খেলার ছবি তোলায় সাংবাদিককে মা*রধর, ক্যামেরা ছিন*তাই দুর্যোগ মোকাবিলায় ১ কোটি স্বেচ্ছাসেবী গড়ে তোলার পরিকল্পনা মঠবাড়িয়ায় মাদ্রাসার নিয়োগে ৫০ লক্ষ টাকার উৎকোচ বানিজ্য ! পাথরঘাটায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে চেয়ারম্যান পদপ্রার্থীকে শোকজ বরিশালে বাড়ছে তালপাখার চাহিদা অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে বরিশাল স্টেডিয়ামে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

পিরোজপুরে ভুল চিকিৎসায় প্রসুতি ও শিশুর মৃত্যু

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ভুল চিকিৎসায় ফাহাদ হোসেন নামের দেড় মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। এ অভিযোগে নেছারাবাদে অভিযুক্ত চিকিৎসক ডাক্তার আবু বকর আকনের চেম্বারে শুক্রবার (২৮ আগষ্ট) রাতে নিহতের স্বজনরা হামলা করেন। এছাড়া জেলার নাজিরপুরে এক পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় নিশু আক্তার (১৮) নামের এক প্রসুতি মায়ের মৃত্যু হয়েছে।
নিহত প্রসুতি নিশুর পরিবার সূত্র জানান, নিশু ৬ মাসের অন্তসত্তা ছিলো। গত ২দিন আগে সে অসুস্থ হলে স্থাণীয় পল্লী চিকিৎসক বাবর আলী বেপারীর কাছে নিয়ে যাওয়া হয়। পরে তার দেয়া ব্যবস্থাপত্রের ওষুধ খাওয়ানোর পর নিশুর গর্ভে থাকা বাচ্চা প্রসব হয়ে অতিরিক্ত রক্তক্ষরন হয়। পরে তাকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৯ আগষ্ট) সকালে তার মৃত্যু হয়। ওই প্রসুতির। নিহত প্রসুতি নিশু আক্তার নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের কুমারখালী বাজারের শাহ আলম মোল্লার মেয়ে। তাকে চিকিৎসা দেয়া পল্লী চিকিৎসক বাবর আলী বেপারী পার্শ্ববর্তী বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার চরবানিয়ারী গ্রামের মৃত মজিদ বেপারীর ছেলে।
এ ব্যাপারে ওই প্রসুতিকে চিকিৎসা দেয়া পল্লী চিকিৎসক বাবর আলীর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, ওই প্রসুতিকে প্রসব ঘটাতে তার পিতা আমার কাছে কয়েকবার আসে কিন্তু আমি চিকিৎসা দিতে রাজি হই নি। পরে তার বাবার অনুরোধে চিকিৎসা দেয়া হয়। পরে তার রক্তপাত না থামলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরামর্শ দেয়া হয়।
এছাড়া জেলার নেছারাবাদ উপজেলায় চিকিৎসকের ভুল চিকিৎসায় ফাহাদ হোসেন নামের দেড় মাসের এক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিহত শিশুর স্বজনরা জানান, গত (২৭আগষ্ট) রাতে ওই শিশুটিকে নিয়ে তার পিতা ডাঃ আবু বকর আকনের কাছে চিকিৎসা নিতে যান। পরে ওই চিকিৎসকের দেয়া ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধ খাওয়ানোর পরই ৭/৮ মিনিটের মধ্যে শিশুটির মৃত্যু হয়। ওই চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ব বিদ্যালয়ের শিশু বিশেষজ্ঞ ও সার্জারি চিকিৎসক বলে জানা গেছে। নিহত ফাহাদ হোসেন উপজেলার দক্ষিন কৌড়িখাড়া গ্রামের মো. সাকিল হোসেনের ছেলে।
এ ব্যাপারে আবু বকর আকন সাংবাদিকদের জানান, তিনি শিশুটিকে কোন ভুল চিকিৎসা দেন নি। শিশুটিকে দেয়া ব্যবস্থা পত্রের ঔষধের প্রভাবে এমন হওয়ার কথা না ।
নেছারাবাদ থানার ওসি (তদন্ত) শেখ আউয়াল কবির জানান, এ ব্যাপারে নিহত শিশুটির পিতা বা চেম্বার ভাংচুরের ব্যাপারে কোন পক্ষ থেকে কোন অভিযোগ পাই নি।

সর্বশেষ