১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
অর্ধশত বছর পর পিরোজপুর জেলা যুবলীগের সম্মেলন শনিবার বরগুনায় জেলেকে হ*ত্যার অভিযোগ মৎস্য বিভাগের বিরুদ্ধে, ভয়ে মাছ শিকার বন্ধ ‘লোভ দেখানো নির্বাচন থেকে আমার প্রার্থিতা প্রত্যাহার করলাম’ দুমকীতে কাপ-পিরিচ মার্কার প্রার্থী ও সমর্থকদের ওপর হা*মলা, আ*হত ৫ ইন্টারনেটের সর্বনিম্ন গতি ২০ এমবিপিএস, নীতিমালা আসছে: পলক দুমকিতে কাপ পিরিচ মার্কার প্রার্থী কাওসার আমিনের উপর হা*মলা বাকেরগঞ্জে ফুটবল খেলা নিয়ে বিতণ্ডায় যুবককে হত্যা, সহপাঠীর যাবজ্জীবন একই নম্বর পেয়ে জিপিএ-৫ পেল মির্জাগঞ্জের যমজ ভাই মুলাদী ও হিজলা উপজেলার ৬০ শতাংশ ভোটকেন্দ্রই অতিগুরুত্বপূর্ণ চিহ্নিত জলদ*স্যুদের কবলে থাকা লো*মহর্ষক ঘটনার বর্ণনা দিলেন প্রকৌশলী আলী

পিরোজপুরে যৌতুকের জন্য গায়ে আগুন দিয়ে গৃহবধুকে হত্যা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের নাজিরপুরের মালিখালী ইউনিয়নের দক্ষিন ঝনঝনিয়া গ্রামের মোসাম্মাৎ রহিমা বেগম (৩০) নামের এক গৃহবধুকে যৌতুকের জন্য গায়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। নিহত ওই গৃহবধু ওই গ্রামের আলমগীর হেসেনের কন্যা। ওই গৃহবধু মঙ্গলবার (৩০জুন) সকালে গোপালগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা জান বলে ওই ইউনিয়েনর ইউপি সদস্য মো. আতাহার আলী শেখ নিশ্চিত করেছেন।
নিহতের ভাই মোঃ হাসান শেখ জানান, গত ৬ বছর আগে জেলার মঠবাড়িয়া উপজেলার ঘোষের টিকিকাটা মৃত শামসুল আলমের ছেলে ইমাম হোসেনের সাথে তার বোন রহিমান বিয়ে হয়। বিয়ের পর থেকে ভগ্নিপতি (নিহতের স্বামী ) ইমাম হোসেন প্রায়ই তাকে যৌতুকের জন্য মারাধর করে আসছে। গত ১১জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবারও যৌতুকের টাকার জন্য চাপ দেয়। এ সময় সে টাকা আনারতে অপারগতা প্রকাশ করলে তাকে মারধর করা হয়। পরে তাকে হত্যার জন্য তার পড়নে থাকা শাড়ি কাপড়ে আগুন ধরিয়ে দেয়। এ সময়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পরে ওই রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় পরের দিন ১২ জুন ওই গৃহবধুর ভাই মোঃ হাসান শেখ বাদী হয়ে ভগ্নিপতি (গৃহবধুর স্বামী) ইমাম হোসেন কে প্রধান আসামী করে ৫জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
নাজিরপুর থানার অফিসার ইন চার্জ মো. মুনিরুল ইসলাম জানান, ওই গৃহবধুর ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

সর্বশেষ