১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
সুষ্ঠু নির্বাচনের অন্তরায় এমপি পঙ্কজ, হিজলায় চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শেবাচিমের সব সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ শুরু করেছে : স্বাস্থ্য সচিব দুমকিতে চেয়ারম্যান প্রার্থী ও সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে মসজিদের কমিটি ও ইমাম দ্বন্দ্বে ,ফ্যান, মাইক ও আইপিএস খুলে নিলো প্রতিপক্ষরা। সাতলায় রাশেদ খান মেনন এমপি'র ৮১ তম জন্মদিন পালন। বোরহানউদ্দিনে মাটির নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু কাঁঠালিয়ায় ডাকাতের গুলিতে আহত ২, টাকা-স্বর্ণালঙ্কার লুট শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করতে হবে : পিরোজপুরে শেখ পরশ পটুয়াখালীতে মহাসড়কে অটোরিকশা চালাতে প্রতি মাসে দিতে হয় হাজার টাকা দশমিনায় মোটরসাইকেল মার্কার কর্মীকে পেটালো প্রতিপক্ষ

পিরোজপুরে সাইবার আইনে মামলা করলেন এক সাংবাদিক

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি ::: পিরোজপুরের ভান্ডারিয়ায় দুজনের বিরুদ্ধে সাইবার আইনে মামলা করেছেন স্থানীয় পত্রিকার সাংবাদিক রেজাউল করিম। তার অভিযোগ, তার ছবি ব্যবহার করে ফেসবুকে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও তার ভাই উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারি) বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন রেজাউল।
বিচারক মো. গোলাম ফারুক মামলায় আনা অভিযোগ তদন্ত করে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। বাদী রেজাউল করিম ভান্ডারিয়া উপজেলার সাপ্তাহিক সংবাদ চিত্রের সম্পাদক।
বিবাদীরা হলেন- একই উপজেলার দক্ষিণ ভিটাবাড়িয়া এলাকার তাপস মজুমদার এবং পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ড লক্ষ্মীপুরা এলাকার বাসিন্দা সরোয়ার হোসেন।
আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বরাতে তিনি বলেন, ‘বিবাদীরা পিরোজপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের বিপক্ষ দলের নেতাকর্মী। তারা সামাজিকমাধ্যমে রাজনৈতিক ও সামাজিকভাবে সাধারণ মানুষকে হেয় প্রতিপন্ন করেন। আসামিরা পরস্পরের সহযোগিতায় বাদীকে ফাঁসানোর পরিকল্পনা করেন। ৫ জানুয়ারি তার নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে আইডি খোলেন। পরে তার নামের আইডি থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ ও তার ভাই উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলামের বিরুদ্ধে মানহানিকর মিথ্যা বক্তব্য প্রচার করতে থাকেন।’
ফেসবুক পোস্টে লেখা হয়, ‘চাকরের কাছে মালিকের পরাজয়। এই চাকর এখন এমপি হবে। এরা হলো জাতীয় চোর। দুই ভাই মহারাজ ও মিরাজ সরকারের বিভিন্ন উন্নয়নের টাকা ভুয়া প্রাক্কল তৈরি করে লুটপাট করে।’
বাদী মামলায় আরও উল্লেখ করেছেন, এ ঘটনায় ভান্ডারিয়া থানায় মামলা করতে গেলে পুলিশ তাকে সাইবার ট্রাইব্যুনালে মামলার পরামর্শ দেয়। তাই বাদী সাইবার ট্রাইব্যুনালে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রার্থনা করেছেন।

সর্বশেষ