১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
এবার দশমিনায় নির্বাচন বর্জনের ডাক দিল বিএনপি ঝালকাঠিতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত-১৫ দুমকিতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন সাখাওয়াত হোসেন খান পলাশ নলছিটিতে ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা বাকেরগঞ্জে প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট, গ্রেপ্তার ১ উপজেলা ভোটে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এমপি পঙ্কজের বিরুদ্ধে উজিরপুরের আলোচিত শিশু তামান্না ধর্ষন ও হত্যা মামলার ২ আসামি গ্রেফতার। আমতলীতে হেরোইন সহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালে ধর্ষণের পর শিশু হত্যা, র‌্যাবের হাতে গ্রেপ্তার বাবা-ছেলে

পিরোজপুর ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা-ভাঙচুর

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি ::: পিরোজপুরে ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে ফের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরের সাধনা সেতু এলাকায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজলের ব্যক্তিগত অফিস ভাঙচুর করা হয়েছে।

অভিযোগ রয়েছে, জেলা ছাত্রলীগ নেতা (দলীয় পদবঞ্চিত) হাফিজুর রহমান জুম্মানের নেতৃত্বে ৮/১০ জন এ হামলা চালিয়েছে। এ সময় দুটি মোটরসাইকেল, চেয়ার ভাঙচুর করা হয়।

এ ঘটনায় সজলের অনুসারী ৬ ছাত্রলীগ নেতা আহত হন। আহতরা হলেন– জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. শামীম, সহসভাপতি নাঈম খান, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান রাব্বি, সহসম্পাদক চন্দন ভীম জয়, সহসম্পাদক মোহাইমুনুল হক, পৌর ছাত্রলীগের দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক জুবায়ের ইমন। আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের উকিলপাড়া এলাকায় সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি মরহুম ফয়সাল মাহাবুব শুভ স্মৃতি সংসদে হামলা চালিয়ে ভাঙচুর করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজলের অনুসারীরা। এ সময় আসবাবসহ ছবি ভাঙচুর করা হয়।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজল অভিযোগ করেন, পূর্ববিরোধের জের ধরে হাফিজুর রহমান জুম্মান সন্ত্রাসী নিয়ে ছাত্রলীগ নেতা জুবায়ের ইমনকে মারধর করেন। পরে তাঁরা অফিসেও হামলা চালান। তবে ফয়সাল মাহাবুব শুভ স্মৃতি সংসদে তাঁর অনুসারীদের হামলার বিষয় অস্বীকার করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে হাফিজুর রহমান জুম্মানের ফোনে কল দিলেও তিনি তা রিসিভি করেননি। পরে খুদেবার্তা পাঠালেও জবাব পাওয়া যায়নি।

সদর থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, হামলার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ