১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
দুর্যোগ মোকাবিলায় ১ কোটি স্বেচ্ছাসেবী গড়ে তোলার পরিকল্পনা মঠবাড়িয়ায় মাদ্রাসার নিয়োগে ৫০ লক্ষ টাকার উৎকোচ বানিজ্য ! পাথরঘাটায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে চেয়ারম্যান পদপ্রার্থীকে শোকজ বরিশালে বাড়ছে তালপাখার চাহিদা অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে বরিশাল স্টেডিয়ামে : পানিসম্পদ প্রতিমন্ত্রী গলাচিপায় নাগরিক কমিটি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রেস বিফ্রিং যুক্তরাজ্যে বিশ্ব রেকর্ড গড়লেন বাংলাদেশী চিকিৎসক ডা. শরিফুল হালিম উজিরপুরে নোটিশ ছাড়া দোকানপাট ঘরবাড়ি উচ্ছেদ ! বাংলাবাজার খানকায়ে নেছারিয়ায় মাসিক তা'লিমী জলসা অনুষ্ঠিত মির্জাগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে কৃষকের হাত ভেঙে দিল সন্ত্রাসীরা ।।

পুলিশের পৃথক অভিযানে চাঁদাবাজ ও চোরচক্রের ৮ আসামি গ্রেফতার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার ।। চুয়াডাঙ্গায় পুলিশের পৃথক অভিযানে চাঁদাবাজ চক্রের ৩ এবং চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার হয়েছে। রবিবার রাতে দর্শনা থানা পুলিশের অভিযানে চাঁদাবাজ চক্রের ৩ সদস্য এবং সোমবার সকালে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অভিযানে চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার হয়। গ্রেফতারকৃত চাঁদাবাজ চক্রের সদস্যদের কাছ থেকে চাঁদার নগদ ১০ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন এবং চোরচক্রের কাছ থেকে চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়েছে। স্থানীয় ও দর্শনা থানা পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন কুড়ুলগাছি গ্রামের জনৈক সাইফুল ইসলামের স্ত্রী সেলিনা খাতুনের নিকট মোবাইলে তার স্বামীকে হত্যার হুমকি দিয়ে নগদ ১লাখ টাকা চাঁদা দাবি করে একই গ্রামের মতলেব হোসেনের ছেলে মাসুদ রানা (৩৫) ও তার সহযোগিরা। মাসুদ রানাকে চাঁদার নগদ ৩০ হাজার টাকা প্রদান করে আরও ১০ হাজার টাকা দেওয়ার জন্য কৌশল অবলম্বন করে রবিবার রাতে মাসুদ রানাকে তার নিজ বসতবাড়িতে ডাকে সেলিনা খাতুন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় মাসুদ রানার সহযোগী একই গ্রামের খোকার ছেলে মানিক (২৫)-কে আটক করা গেলেও বাকিরা পালিয়ে যায়। বিষয়টি দর্শনা থানা পুলিশকে জানালে ওসি মোঃ মাহাব্বুর রহমানের নেতৃত্বে এসআই খান আব্দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়। আটককৃত মানিকের স্বীকারোক্তিতে রবিবার রাতভর দর্শনা থানাধীন কুড়ুলগাছি গ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাসুদ রানা ও একই গ্রামের আব্দুর রহিমের ছেলে আব্দুল আল মুবিন (২০)-কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মাসুদ রানা বিভিন্ন ধরনের অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত। তার নামে ১ ডজন মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে সোমবার (৯ই আগস্ট) সকালে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অভিযানে চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১টি চোরাই ইজিবাইক। গ্রেফতারকৃতরা হলো পঞ্চগড়ের তেঁতুলিয়া থানাধীন খেরকীডাঙ্গী গ্রামের মোঃ আবু শামার ছেলে মোঃ রাজু (২৯), চুয়াডাঙ্গার দামুড়হুদা থানাধীন জয়রামপুর গ্রামের শাহাপাড়ার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ ফরিদ আলী (৩২), আলমডাঙ্গা থানাধীন আসাননগর গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে মোঃ মানিক (২১), চুয়াডাঙ্গা পৌরশহরের আরামপাড়া এলাকার মোঃ রিয়াজ উদ্দিনের ছেলে মোঃ মুকুল উদ্দিন (২৮) এবং সাতগাড়ি এলাকার মৃত গহর আলীর ছেলে আঃ রশিদ খান (৫৪)। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জানায়, গত ২৫শে জুলাই রাতে চুয়াডাঙ্গা সদর থানাধীন বোয়ালমারী গ্রামের দক্ষিণপাড়ার মোঃ মতিয়ার রহমানের ছেলে মোঃ আরিফুল ইসলাম (২৬) এর বসতবাড়ি হতে ১টি নীল রংয়ের ইজিবাইক চুরি হয়ে যায়। ঘটনার তদন্তের ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খানের নেতৃত্বে এসআই হাসানুজ্জামান, এসআই মোঃ ইমরান হোসেন এবং এএসআই আসাদুর রহমানসহ পুলিশের ১টি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১০টার সময় চুয়াডাঙ্গা পৌরশহরের সিএ্যান্ডবি পাড়ায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে চোরাই ইজিবাইকটি উদ্ধারপূর্বক চোরচক্রের ৫ সদস্য পুলিশের হাতে গ্রেফতার হয়। গ্রেফতারকৃত আসামিরা ইজিবাইক, নসিমন, করিমন ইত্যাদি দেশজ থ্রি-হুইলারসহ বাস-ট্রাক চোরচক্রের সক্রিয় সদস্য। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান। উল্লেখ্য, এর আগেও জেলা ও জেলার বাইরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চোরাই মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

সর্বশেষ