২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে ১০০পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক রাঙ্গাবালীতে মাটি কাটা কে কেন্দ্র করে মা ও দুই ছেলেকে মারধর হাসপাতালে ভর্তি সঞ্জিব দাস উজিরপুরে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, আহত ২ বরিশাল- পটুয়াখালী মহাসড়কে চেয়ারম্যান পরিবহন খাঁদে, নিরাপদে আছে যাত্রীরা চরমোনাই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী খান মামুনের গনসংযোগ গাবতলীতে উঠান বৈঠককালে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সিটন ফুটপাতে জমে উঠছে ঈদ কেনাকাটা পূর্ব শত্রুতার জের ধরে গৌরনদীতে শিশুসহ ৪ সদস্যকে মারধর।। রোজার মাঝে রয়েছে আল্লাহর প্রতি সুদৃঢ় ঈমান রাখার সবিশেষ প্রশিক্ষণ —ছারছীনার পীর ছাহেব। গলাচিপায় মাছ ধরাকে কেন্দ্র করে গৃহবধূকে মারধর

পূর্ব শত্রুতার জের ধরে বরগুনা যুবককে হত্যার চেষ্টা!

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক: পূর্ব শত্রুতার জের ধরে বরগুনায় মোহাম্মদ শাহিন হাওলাদার(৩৮) নামে এক যুবককে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে প্রতিপক্ষ সন্ত্রাসী বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার(২৮জুন) রাত সাড়ে ১১ টার দিকে ঘর থেকে ডেকে নিয়ে এ হত্যার চেষ্টা চালানো হয়। আহত যুবক বরগুনার ৫ নং আইলা পাতারঘাটা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড পাকুরগাছি গ্রামের বাসিন্দা মৃত আব্দুল মজিদ হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ঘটনার দিন একই এলাকার বাসিন্দা মৃত ছাত্তার আকনের ছেলে আকাইদ হোসেন ঠান্ডা গভীর রাতে তাকে খালপাড়ে নির্জন এলাকায় নিয়ে যায়। এসময় হাত-পা ও মুখ বেঁধে পূর্বপরিকল্পনা অনুযায়ী ঠান্ডার নেতৃত্বে সুমন খা, স্বপন হালদার, মাহবুব, জাকির, সাব্বির, রবিন, আবুছালে,কুদ্দুস সহ ১৫/২০ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে আহত শাহিন হাওলাদারের ডান পা ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় ও সারা শরীরে নীলা ফুলা জখম হয়। তার ডাক চিৎকার শুনে স্ত্রী রোজিনা বেগম ছুটে আসলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকরা শেবাচিমে প্রেরণ করে। বর্তমানে তিনি এ হাসপাতালের অর্থোপেডিক্স ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও আহতদের স্বজনরা জানান।

সর্বশেষ