৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

“প্রাতিষ্ঠানিক শিক্ষা বনাম বীমা কর্মীর সফলতা”

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

আমরা যারা বীমা পেশায় কাজ করি তাদের অধিকাংশেরই বীমার উপরে পূর্ণাঙ্গ প্রাতিস্ঠানিক শিক্ষা নেই। তারপরও অামরা বীমা পেশায় স্হায়ীভাবে কাজ করছি এবং সফলতাও পাচ্ছি, ইনশায়াল্লাহ্। তা’হলে প্রশ্ন থেকে যায় অামরা কিভাবে কাজ করি? হ্যাঁ, বীমা পেশায় অামাদের সফলতার জন্য শিক্ষকের ভূমিকায় অাছে অামাদের প্রকৃতি ও সমাজ। সেখান থেকেই উপাদান সংগ্রহ করে অামরা ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যেতে পারি। যেমন ধরুন, একজন বীমা কর্মীকে সফলতার জন্য প্রতিনিয়ত মানুষের মনস্তাত্বিক বিষয়াবলীর সাথে খাপ খাইয়ে চলতে হয়। সে মতে, বীমাকর্মীগন সফলতার জন্য মানুষের মনস্তাত্বিক চাওয়া পাওয়ার নিম্নোক্ত বিষয় সমূহ হৃদয়ঙ্গম করে তদ-অনুযায়ী বীমা গ্রহীতাকে তার জীবনের নানা দিকের নিশ্চয়তা বিধানে অাশ্বস্হ করতে পারলেই সফল হবেন, ইনশায়াল্লাহ্। সেগুলো হলো—————————
* মানুষের অর্থনৈতিক নিশ্চয়তা: (To be financially secure);
* মানুষের সুখ-স্বাচ্ছন্দ ও নিরাপত্তার নিশ্চয়তা: (To have happiness & security secure);
* মানুষের বার্ধক্যে অযত্ন অবহেলা থেকে মুক্তির নিশ্চয়তা: (To be care free in old age secure);
* মানুষের পারিবারিক নিরাপত্তার নিশ্চয়তা: (To be sure that family will be secure);
* মানুষের স্বাস্থ্য ও চাকুরী ধরে রাখার নিশ্চয়তা: (To retain health & job secure);
* পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবের কাছ থেকে সঠিক মূল্যায়নের নিশ্চয়তা: (To have secure the respect of family & friends)

লেখক: মোহাম্মদ এমরান
বীমা কর্মকর্তা, লেখক, কবি ও সাংবাদিক
২৪/১১/২০১৭ইং

সর্বশেষ