১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মুহাম্মাদ আবু মুসা
গতকাল বুধবার বগুড়া শহরের আকবরিয়া মিষ্টি মেলা চাইনিজ রেষ্টুরেন্টে জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) জেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সদস্য ও জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সিনিয়র সদস্য আলমগীর গণি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সদস্য ও সভাপতির একান্ত সচিব কামরুল ইসলাম, কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সদস্য আব্দুল মজিদ। সাংবাদিক সংস্থার জেলা সহ-সভাপতি রফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি ও সংস্থার জেলা নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা, দৈনিক বগুড়ার বার্তা সম্পাদক ও সংস্থার জেলা নির্বাহী সদস্য মুহাঃ বাদল চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো, সাংগঠনিক সম্পাদক আল আমিন মন্ডল, শিক্ষা ও জনকল্যাণ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম শফিক (১), নির্বাহী সদস্য ও শেরপুর কমিটির সভাপতি শফিকুল ইসলাম শফিক (২), নির্বাহী সদস্য আজিজুল হক, সাইদুর রহমান সাজু, তাহেরা জামান লিপি। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সংস্থার জেলা অর্থ সম্পাদক হারুন অর রশিদ বিপ্লব, দপ্তর সম্পাদক ফজলুল হক বাবলু, প্রচার সম্পাদক নজরুল ইসলাম খান, জাকির হোসেন, মতিউর রহমান মতি, ইউনুছ উদ্দীন, খন্দকার আতিকুর রহমান আতিক, আব্দুল হান্নœান, আমিনুল আকন্দ, কাজী হাবিবুর রহমান হাবিব, এনামুল হক, সুব্রত কুমার ঘোষ, গোলজার হোসেন মিটু, রেজাউল করিম রেজা, হারুন অর রশিদ হারুন প্রমূখ। এ ছাড়া আমন্ত্রিত অতিথি ছিলেন পরিবেশবাদী ও সুজন নেতা মাসুম মিয়া। আসন গ্রহনের পর সভার শুরুতে প্রধান অতিথি পূর্নগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন। সভায় প্রধান অতিথি আলমগীর গণিসহ অন্যান্য নেতৃবৃন্দ জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) বগুড়া জেলা কমিটির কার্যক্রমের ভূয়াসী প্রশংসা করে বলেন, সংগঠনকে আরো গতিশীল করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে সাংবাদিক সমাজের জন্য কাজ করার আহবান জানান। সভায় সাংবাদিক সংস্থার জেলা কমিটির সদস্য রেজাউল করিম সুজন ও সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক জুলফিকার আলী ভূট্টো’র ছেলে মাহফুজুর রহমান প্রিয়াম এর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। এ ছাড়া তাঁদের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া খায়ের ও বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য, জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) কেন্দ্রীয় কমিটি কর্তৃক প্রায় এক মাস পূর্বে বগুড়া জেলা কমিটিকে পূর্নগঠন করে অনুমোদন দেন।

সর্বশেষ