১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বঙ্গবন্ধুর ডাকে মানুষ একত্রিত হয়েছিল বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে: শাহজাহান ওমর

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ::: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মানুষ একত্রিত হয়েছিল বলেই স্বল্প সময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে বলে মন্তব্য করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম। শুক্রবার কাঁঠালিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

শাহজাহান ওমর বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে এদেশের মানুষ একত্রিত হয়েছিল বিধায় অল্প সময়ের মধ্যে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। তিনি শুধু জাতির পিতা নন। তিনি স্বপ্ন না দেখলে এবং এ দেশের মানুষকে যদি একাত্রিত করতে না পারতেন, তাহলে পাকিস্তানি আর্মিদের পারাজিত করা চাট্টিখানি কথা নয়। ভারতও জীবনে পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করতে পারে নাই। এদেশের মানুষ একত্রিত হয়েছিল বিধায় অল্প সময়ে মধ্যে কিছু সংখ্যক মানুষ নিয়ে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। ইতিহাসে এত অল্প সময়ে কোনো স্বাধীনতা হয় নাই।’

আজ শুক্রবার বিকেল ৩টায় কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এ টুর্নামেন্টের প্রথম খেলা অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলার ৮টি দল অংশ নিচ্ছে।

উদ্বোধনী ম্যাচে কাঁঠালিয়া সদর একাদশ ও চেঁচরীরামপুর একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, উপজেলার ক্রীড়া সংগঠকসহ খেলোয়াড়রা।’

সর্বশেষ