১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপঃ কুয়াকাটা সৈকত থেকে সরিয়ে নেয়া হচ্ছে ক্ষুদ্র প্রতিষ্ঠান

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি॥ বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৪ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। ফের লঘুচাপ সৃষ্টি হওয়ায় এমন পরিস্থিতির সৃস্টি হয়েছে। এটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। কুয়াকাটা সমুদ্র সৈকতে জোয়ারের তান্ডবে অনেক দোকানপাট, গাছপালার ক্ষতি হয়েছে। অনেক ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান ইতোমধ্যে সৈকত থেকে সরিয়ে নেয়া হয়েছে। উপকূলীয় এলাকায় মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বাতাসের চাপ অনেকটা বেড়েছে। এদিকে গত এক সপ্তাহ ধরে দু’দফা জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে জেলার অর্ধশতাধিক গ্রাম সহ নি¤œাঞ্চল। রবিবার রাত থেকে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। তাই পায়রা বন্দর সহ দেশের সব সমুদ্র বন্দরে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকে দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সকল মাছধরা ট্রলার নিরাপদ আশয়ে রয়েছে।

সর্বশেষ