২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
দেশের বীমা খাতে দৃষ্টান্ত স্থাপন করছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স ২৯ মে সারাদিন লালমোহন উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে কাপ পিরিচ মার্কায় ভোট দিন আবারও বাড়ল স্বর্ণের দাম সৌদিতে ২৮৭৬০ বাংলাদেশি হজযাত্রী পৌঁছেছেন, দুইজনের মৃত্যু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত উপজেলা নির্বাচন : দ্বিতীয় ধাপে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন সোমবার থেকে ৬৫ দিন সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা মধ্যরাত থেকে সাগরে মাছ ধরা ৬৫ দিন বন্ধ বোরহানউদ্দিনে ভোটারদের টাকা দেওয়ার ছবি ভাইরাল, ক্ষমা চাইলেন ইউপি চেয়ারম্যান উপজেলা নির্বাচন ঘিরে ভোলার উপকূলীয় এলাকায় কোস্টগার্ড মোতায়েন

বরগুনায় মসজিদে ঢুকে যুবককে কুপিয়ে জখম

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

অনলাইন ডেস্ক :: বরগুনায় মসজিদে ঢুকে জাফর (৩৮) নামের এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের সোনাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত জাফর একই এলাকার আফজাল হোসেনের ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় জাফরের ভাইয়ের ছেলে বেল্লালের (১২) সঙ্গে স্থানীয় বাদলের ছেলে স্বাধীনের (১০) ঝগড়া হয়। একপর্যায়ে স্বাধীনের মা এসে বেল্লালকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। জাফর প্রতিবাদ জানালে বাদলের স্ত্রী জাফরের ওপর চড়াও হন। এ সময় মাগরিবের আজান শুরু হলে জাফর পাশের এক মসজিদে নামাজ পড়তে যান। তিনি নামাজ শেষ করে মসজিদে বসে মুসল্লিদের সঙ্গে দোয়া পড়ছিলেন। এ সময় বাদল ও তার ছেলে ওলি এসে জাফরকে উপর্যুপরি কোপাতে থাকেন।

পরে জাফরকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

জাফরের ফুফু রীনা বেগম বলেন, বাচ্চারা ঝগড়াঝাটি করবে, আবার মিশবে। এটা নিয়ে এতো বড় ঘটনা ঘটানোর কোনো অর্থই নেই। আল্লাহ ওদের ক্ষমা করবে না।

জাফরের বাবা আফজাল হোসেন বলেন, আমার ছেলে সম্পর্কে কেউ কোনো খারাপ কথা বলতে পারবে না। শুধু শুধু আমার ছেলেকে ওরা বাপ-ছেলে মিলে কুপিয়েছে। আমি এর বিচার চাই।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তারিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ