২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বরগুনায় রোকেয়া দিবসে ৫ জনকে জয়িতা সম্মাননা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বেগম রোকেয়া দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বরগুনায় ৫ নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় জেলা প্রশাসনের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে বেগম রোকেয়া দিবসের আলোচনায় সভাপতিত্ব করেন মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন্নাহার মুন্নি, প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান।

আলোচনায় অংশ নেন মহিলা সংস্থার চেয়ারম্যান হোসনেয়ারা চম্পা, অতিরিক্ত পুলিশ সুপার এস. এস. তারেক রহমান, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মতিয়ার রহমান, মুক্তিযোদ্ধা আ. রশিদ।

রোকেয়া দিবসে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ কোভিড-১৯ চলাকালীন সময় করোনা আক্রান্তদের সেবা, মৃত নারীদের গোসল দেওয়াসহ সামাজিক কাজে ভূমিকা রাখায় বেতাগী উপজেলার সায়েরা বেগমকে শ্রেষ্ঠ জয়িতার সন্মাননা দেওয়া হয়। এছাড়া শিক্ষা ও চাকরির ক্ষেত্রে ভূমিকা রাখায় বরগুনা জেলা স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাছিনা বেগম, পারিবারিক সংকট মোকাবেলা করে ৬ কন্যা সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে অবদান রাখায় বিলকিস বেগম, কৃষি ক্ষেত্রে নিজ চেষ্টায় অর্থনৈতিকভাবে সাবলম্বী হওয়ায় কৃষাণী দুলু বেগম এবং পারিবারিক নির্যাতনের বিভীষিকা থেকে উঠে নতুন জীবন শুরু করায় জাহানারা বেগমকে শ্রেষ্ঠ জয়িতা সন্মাননা ক্রেষ্ট ও সনদ তুলে দেন জেলা প্রশাসক হাবিবুর রহমানসহ অতিথিরা।
সভাপতির বক্তব্যে উপ-পরিচালক মেহেরুন্নাহার মুন্নি বলেন, বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত হয়ে আজও আমাদের প্রেরণা। শিক্ষার পাশাপাশি আজ নারীরা অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে সফলতা অর্জন করছে। একজন শিক্ষিত মা হতে হবে আগে, তা নাহলে শিক্ষিত সন্তান হবে না।

জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, বাংলাদেশে আজ নারীরা সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। রাষ্ট্র পরিচালনার পাশাপাশি প্রশাসনিক, চিকিৎসা, ব্যবসা,সমাজ কর্মে আজ তাদের অবদান দেশের বাইরে ছড়িয়ে পড়েছে। আলোচনা সভা শেষে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা সংঙ্গীত পরিবেশন করে।

সর্বশেষ