৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বরগুনায় সড়ক দূর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরগুনা প্রতিনিধি :: বরগুনার হেউলীবুনিয়া নামক স্থানের পরীরখাল এলাকায় সড়ক দুর্ঘটনায় নাসির (৩৫) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। রোববার বেলা একটার দিকে ঘটনা ঘটে।

নিহত নাসির পরীর খাল মাধ্যমিক বিদ্যালয়ের বাণিজ্য বিভাগের শিক্ষক ছিলেন। তিনি নলটোনা ইউনিয়নের আজগরকাঠি গ্রামের আবুল কালামের ছেলে।

প্রত্যক্ষদর্শী আলতাফ হোসেন ও একই মাদ্রাসা শিক্ষক জাকির হোসেন জানান, বরগুনা থেকে বাড়ি ফেরার পথে পশ্চিম হেউলীবুনিয়া দাখিল মাদ্রাসার কাছে বিপরীত দিক আসা টমটমের সাথে নাসিরের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি ছিটকে টমটমের নিচে পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাসিরকে মৃত ঘোষণা করে।

ওই এলাকার বেশ কয়েকজন বাসিন্দা জানান, নির্মাণাধীন ওই মাদ্রাসার নির্মাণ সামগ্রী রাস্তার একাংশজুড়ে রাখার কারণেই রাস্তাটি সংকুচিত হয়ে পড়েছে। যার ফলে দুর্ঘটনাটি ঘটেছে।

এ ঘটনার পর টমটমের চালক পলাতক রয়েছে। তবে টমটমটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে পুলিশ।

বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তারিকুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এই বিয়োগান্তের ঘটনায় নিহতের পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ, জানান ওসি।’

সর্বশেষ