২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালের ‘আর অনলাইন’ ব্রডব্যান্ড ইন্টারনেটে সেবার নামে চলছে হরিলুট

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার নামে চলছে হরিলুট। সেবা না দিয়েই মাস শেষে বিল নিয়ে যাচ্ছে। পাড়া-মহল্লার প্রভাবশালীদের হাতে ব্রডব্যান্ড ব্যবসা থাকায় গ্রাহকরা সেবা না পেলেও কিছু বলতে পারেন না। এদের কারণে প্রকৃত ব্রডব্যান্ড সেবাদাতারা কোন এলাকায় সংযোগ দিতে পারছেন না। এমনটাই করে যাচ্ছে আর অনলাইন নামের একটি ব্রড ব্যান্ড ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। ৮ এমবিপিএস (মেগাবাইট পার সেকেন্ড) ব্যান্ডউইথ দেয়ার কথা বলে সংযোগ দিয়ে ২ থেকে ৩ এমবিপিএস সরবরাহ দিচ্ছে। যা দিয়ে কোন কাজই করা যায় না। বর্তমানে অনলাইনে ছাত্রছাত্রীদের ক্লাস চলছে। ইন্টারনেটের গতি কম থাকায় ছাত্রছাত্রীরা ভালভাবে ক্লাসও করতে পারছে না। ব্যবসা বাণিজ্যের কাজও বন্ধ থাকে দিনের বেশিরভাগ সময়।

আর অনলাইন নামের ব্রড ব্যান্ড ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মালিক ইমরুল বলেন, ‘আমরা এখন গ্রাহকদের সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছি। সার্ভারে খুব ঝামেলা হচ্ছে। এই অবস্থা কতদিন চলে তাওতো বলা যাচ্ছে না।”

ব্রডব্যান্ড ইন্টারনেট বিড়ম্বনা নিয়ে কাউনিয়া সরদার সড়ক এলাকার বাসিন্দা সবুজ বলেন, ‘বাসায় ব্রডব্যান্ড ইন্টারনেট খুব সমস্যা করছে। নেটওয়ার্ক আসছে আর যাচ্ছে। এই মাসের টাকা অগ্রিম দিয়েছি। কিন্তু সমস্যা জানালেও কাজ হয়নি। আজ বলল, এটা নাকি তাদের হেড অফিসের সমস্যা। এই সমস্যা অনেকেরই হচ্ছে।’

ভাটিখানা এলাকার সুমন বলেন, ‘প্রায়ই নেটওয়ার্ক থাকে না। খুব সমস্যা করছে। কয়েকবার জানানো হলেও ঠিক হয়নি। করোনার এই সময়ে নেটওয়ার্ক না থাকায় খুবই সমস্যায় পড়েছি।’

বেঙ্গল বিস্কুট এলাকার বাসিন্দা রহমান বলেন, ‘গত তিন চারদিন ধরে ব্রডব্যান্ড ইন্টারনেট খুব সমস্যা করছে। গতি কম থাকায় বাসায় বসে ঠিকভাবে অফিসের কাজও করতে পারছি না। একই রকম অভিযোগ পাওয়া গেছে বরিশালের বিভিন্ন এলাকা থেকেও।’

সর্বশেষ