১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালের নথুল্লাবাদে সিঙ্গার শো’রুম উদ্বোধন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

স্টাফ রিপোর্টার :
বরিশালের নতুল্লাবাদ সিঙ্গার শো রুমের উদ্বোধন করলেন সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এইচ এম ফাইরোজ। এ সময় উপস্থিত ছিলেন সেলস ম্যানেজার,,এরিয়া ম্যানেজার,ডিস্ট্রিক ম্যানেজার ও বরিশালের তিনটি সিঙ্গারের কর্মকর্তা,গন্যমান্য ব্যক্তিবর্গ ।
১৮ অক্টোবর বেলা ১১ টায় সিঙ্গার শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিঙ্গার এমডি এম এইচ এম ফাইরোজ বলেন,নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সিঙ্গারের নতুন কারখানা গড়ে তোলা হচ্ছে। বিনিয়োগ হবে প্রায় ৭৫০ কোটি টাকা।এই কারখানায় তৈরি হবে সিঙ্গারের সামগ্রী।
তিনি বলেন বাংলাদেশের ক্রমবর্ধমান তরুণ জনসংখ্যা ও মধ্যবিত্ত শ্রেণির মধ্যে ইলেকট্রনিক পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। আর সেই সুযোগই আমরা নিতে চাই। এ কারণে এ দেশেই পণ্য উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন কারখানা করার ফলে একদিকে ভোক্তাদের ভালো মানের পণ্য সুলভে দিতে পারব, অন্যদিকে অনেক মানুষের কর্মসংস্থানও হবে।’
আগামী বছরের মধ্যে এই কারখানায় উৎপাদন শুরু হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। বছরে বিভিন্ন ধরনের ১৫ লাখের বেশি ইলেকট্রনিকসামগ্রী উৎপাদিত হবে কারখানাটিতে। উৎপাদিত এসব পণ্যে প্রথমে বাজারজাত করা হবে দেশের বাজারে। এরপর রপ্তানির সুযোগ থাকলে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে।
সিঙ্গার বাংলাদেশের এমডি এম এইচ এম ফাইরোজ আরো বলেন, বিদ্যুৎ সাশ্রয়ী ও অত্যাধুনিক প্রযুক্তির পণ্য বানানো হবে সিঙ্গারের নতুন এই কারখানায়। পরিবেশের সুরক্ষা ও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি মাথায় রেখেই কারখানাটি তৈরি করা হচ্ছে।
তিনি বলেন, আমরা ক্রেতাদের সর্বোচ্চ সুবিধা দেয়ার জন্য কাজ করে যাচ্ছি। তিনি সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা মানবিক কর্মসুচীর পরিধি আরো বাড়াবো।

সর্বশেষ