২৪শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালের বিমান বন্দরে পাওনা টাকা চাওয়ায় যুবককে মারধর।।

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক।। বরিশালের বিমানবন্দর থানাধীন ৩ নং ওয়ার্ড তিলক গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে জুয়েল (২৪) নামের এক যুবককে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার দুপুর ৩ টায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত যুবক ওই গ্রামের বাসিন্দা আব্দুল খালেক মিয়ার ছেলে।

বর্তমানে তিনি মুমূর্ষ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

আহত সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা নজরুল ইসলাম তিন বছর পূর্বে ভুক্তভোগীর কাছ থেকে ৪৫ হাজার টাকা ধার নেয়। তিন মাস পূর্বে স্থানীয়ভাবে শালিক মীমাংসা হলে দুই মাস সময় নেয়। তবে সময় পেরিয়ে গেলেও টাকা পরিশোধ করে না। কয়েকদিন পূর্বে কিস্তি থেকে টাকা উঠিয়ে দেয়ার কথা বলে পুনরায় ১৫ হাজার টাকা ধার নেয়। ঘটনার দিন মোট ৬০ হাজার টাকা চাইলে নজরুল ইসলাম, বাপ্পি , কবির সহ অজ্ঞাত ৩/৪ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে এ হামলা চালায়।

পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেবাচিম ভর্তি করে।
এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।

সর্বশেষ