১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বরিশালে অনুষ্ঠিত হলো নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাণী ডেস্ক।।
শতবর্ষে জাতির জনক, সুবর্ণে স্বাধীনতা অভিবাসনে আনব মর্যাদা ও নৈতিকতা এই স্লোগান নিয়ে বরিশালে কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে টিটিসির কনফারেন্স রুমে এ সেমিনার ২০২১ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন- অধ্যক্ষ, বরিশাল মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র, টিটিসি’র অধ্যক্ষ মোঃ গোলাম কবির, বরিশাল মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র আহমেদ আল ইমরান।

আরে উপস্থিত ছিলেন- অধ্যক্ষ বরিশাল কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র গোলাম কবির, সভাপতি বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব কাজী আবুল কালাম আজাদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় আরিফ আহমদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় অতিথিরা নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

সর্বশেষ