২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালে আরও ৪ জনের করোনা শনাক্ত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে নতুন করে ৪ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছে। তারা নগরীর সাগরদী, সিএন্ডবি, আলেকান্দা ও কালীবাড়ি রোড এলাকার ১ জন করে মোট ৪ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ১২৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ মে) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে বেশ কিছু নমুনা পরীক্ষা করা হলে ৪ জনের রিপোর্ট পজেটিভ আসে। এরা প্রত্যেকেই নগরীর বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেন বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস।

অপরদিকে আজ জেলায় নতুন করে ২ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল থেকে বাবুগজ্ঞ উপজেলায় ১২ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ,নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ৮৩ জন, উজিরপুর উপজেলায় ৮ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ০৫ জন, বাকেরগঞ্জ উপজেলায় ৪ জন, বানারীপাড়া, হিজলা ও আগৈলঝাড়া উপজেলার প্রত্যেকটিতে ৩ জন করে, গৌরনদী ও মুলাদী উপজেলার প্রত্যেকটিতে ২ জন করে মোট ১২৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

সর্বশেষ