১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

অনলাইন ডেস্ক :: বিভিন্ন কেন্দ্রে সহিংসতা, মৃত্যুর মধ্য দিয়ে বরিশালে প্রথম ধাপের ৯ উপজেলার ৫০ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে টানা ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে ভোটার উপস্থিতি কম ছিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বরিশাল সদর উপজেলার ৪, বাবুগঞ্জে ৪, গৌরনদীতে ৭, বানারীপাড়ায় ৭, বাকেরগঞ্জে ১১, হিজলায় ৪, মেহেন্দিগঞ্জে ২, মুলাদীতে ৬ এবং উজিরপুরে ৬ ইউনিয়ন নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৯ লাখ ২০ হাজার ৪৬৩ জন।

এর মধ্যে নারী চার লাখ ৫২ হাজার ৩৩০ এবং পুরুষ ৪ লাখ ৬৮ হাজার ১৩৩ জন।

৯ উপজেলায় ৫০ ইউনিয়নে ভোটকেন্দ্রের সংখ্যা ৪৭৪ এবং ভোটকক্ষের সংখ্যা দুই হাজার ৯৬৮টি।

এ ছাড়া বরিশাল জেলার সদর উপজেলার চরবাড়িয়া, মুলাদীর গাছুয়া, বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর এবং গৌরনদীর বাটাজোর ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শেষ হয়েছে।

বরিশালের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। বিভিন্ন কেন্দ্রে সহিংসতা, মৃত্যুর মধ্য দিয়ে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন গণনা চলছে।

 

এই ভোটের দিন নির্বাচনী এলাকায় কোনো সাধারণ ছুটি ছিল না। ভোটকেন্দ্রসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মকর্তারা সাধারণ ছুটির আওতায় ছিলেন।

সর্বশেষ