১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালে ইলিশ রক্ষায় অভিযানকারী টিমের ওপর হামলা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক :: মা ইলিশ রক্ষায় গঠিত টাস্কফোর্স কমিটির অভিযানকারী দলের ওপর বরিশালের কালাবদর নদীতে হামলা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে।

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিবুর রহমান ওই দলের নেতৃত্ব দিচ্ছিলেন। হামলায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার উপ-পরিদর্শক সজল সাহা, কনস্টেবল সোহাগ বসার ও স্পিডবোট চালক আহত হয়েছেন।

বন্দর থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার বুধবার এ তথ্যের সত্যতা স্বীকার করে বলেছেন, হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে। আহতরা শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বরিশাল সদর উপজেলার ইউএনও মো. মুনিবুর রহমান বলেন, মা ইলিশ রক্ষায় গঠিত উপজেলা টাস্কফোর্স টিম (উপজেলা প্রশাসন, মৎস্য কর্মকর্তা, পুলিশ সমম্বয়ে গঠিত) চারটি স্পিডবোটে মঙ্গলবার রাতে চন্দ্রমোহন এলাকার কালাবদর নদীতে অভিযান চালাতে যান। গভীর রাতে দুর্বৃত্তরা তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের দুই সদস্য ও একজন স্পিডবোট চালক আহত হয়েছেন। এরপরই তারা দ্রুত ওই এলাকা ত্যাগ করেন। পুলিশকে এ বিষয়ে মামলার নির্দেশ দেওয়া হয়েছে।

ইউএনও বলেন, হামলাকারীরা স্থানীয় মৌসুমী ইলিশ শিকারী। তাদের দমনে নতুন করে আরও শক্তি নিয়ে নদীতে অভিযান চালানো হবে।

বরিশাল সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত বলেন, কালাবদর নদীতে অভিযানকালে অতর্কিত ইটপাটকেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তারা পুলিশি সহায়তায় সেখান থেকে দ্রুত সরে আসেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. জাকারিয়া রহমান বলেন, আহত দুই পুলিশ সদস্য এবং স্পিডবোট চালককে শেবাচিম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ