১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালে করোনা ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু, শনাক্ত ৬৬৯

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিভাগে এক দিনে করোনা ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

এ সময়ে বিভাগে নতুন করে ৬৬৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বরিশালেই শনাক্তের সংখ্যা সবচেয়ে বেশি ৩০৫ জন।

মৃতদের মধ্যে করোনা শনাক্ত হয়ে ১০ জন ও উপসর্গ নিয়ে ৭ জন মারা গেছেন। এর ম‌ধ্যে ৭ জন বরিশাল শের-ই-বাংলা মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসা নিচ্ছিলেন।

এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা ৫৬৩ জ‌নে দাঁড়িয়েছে। এ বিভা‌গে মোট ক‌রোনা শনাক্ত রোগীর সংখ্যা ৩৯ হাজার ৩৫৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৬৬৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বরিশালে শনাক্তের সংখ্যা ৩০৫ জন, পটুয়াখালী‌তে ৯১ জন, ভোলায় ৯২ জন, পি‌রোজপু‌রে ৯৯ জন, বরগুনায় ৫৮ ও ঝালকা‌ঠি‌তে ২৪ জন। এর আগের দিন বিভাগে ৪৭৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

এদিকে ব‌রিশাল শের-ই বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজের আরটি-পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সে হিসাবে শনাক্তের হার ৩৬ দশমিক ১৭ শতাংশ।

হাসপাতা‌লের ৩০০ শয্যার ক‌রোনা ইউ‌নি‌টে মঙ্গলবার সকাল পর্যন্ত ২১৫ জন ভ‌র্তি, যার ম‌ধ্যে ৬৯ জনের ক‌রোনা প‌জেটিভ।

গত ২৪ ঘণ্টায় এ ইউ‌নি‌টে ২৯ নতুন রোগী ভ‌র্তি হ‌য়ে‌ছেন।

সর্বশেষ