২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালে খাদ্যসামগ্রী ও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন পারভেজ আকন বিপ্লব

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক–
বরিশালে এখনও অসহায় মানুষের পাশে রয়েছে যুবদল নেতা পারভেজ আকন বিপ্লব। করোনা মহামারীতে যে মানুষটি সর্বদা অসহায় মানুষদের দিনরাত সেবা দিয়ে যাচ্ছে। মুখে তুলে দিয়েছে খাদ্রসামগ্রী। করোনা ভাইরাসে সারাদেশে লকডাউন হওয়ার ফলে খাদ্য সংকটে ভুগেছে অনেক স্বচ্ছল পরিবার। তাদেরকে গোপনে বাসায় গিয়ে খাবার পৌছে দিয়েছে ব্যতিক্রমী এই নেতা। করোনা ভাইরাসে বেশি প্রকোপকালীন সময়ে প্রায় ১৫শ পরিবারকে খাদ্য উপহার দিয়েছেন। সাথে দিয়েছেন ঈদুল ফিতরের উপহার সামগ্রী। ঈদের পরপরই নেমে পড়েন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া লকডাউন পরিবারকে সাহায্যের উদ্দেশ্যে। ইতিমধ্যে লকডাউনে আটকে পড়া প্রায় ৪০এর অধিক পরিবারকে খাবার পৌছে দিয়েছে। খাদ্যসামগ্রীর পাশাপাশি দেয়া হচ্ছে চিকিৎসা সেবা। লকডাউন পরিবারকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন তিনি। যেখানে উল্লেখ করা হয়েছে যারা লকডাউনে আটকা পড়েছে তারা ফোন দিলে তাদের পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌছে দেয়া হবে।
উল্লেখ্য,বাংলাদেশের রাজনীতিতে অনেককেই দেখা যায় মওসুমী রাজনীতি করেন। কেউবা নির্বাচন এলে, কেউবা দল ক্ষমতায় এলে। কেউবা বিভিন্ন মওসুমে শুধুই ফোকাস হতে আসেন। এসবের ভিড়ে এখনো অনেক রাজনীতিক আছেন যারা নিরবে নিভৃতে মানুষ ও দেশের কল্যাণে কাজ করে যান। তাদের মধ্যে এমনই একজন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বরিশাল জেলা সভাপতি পারভেজ আকন বিপ্লব। ইতিমধ্যে প্রায় ১৫শ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী পৌছে দিয়েছেন তিনি। বৃষ্টিতে ভিজে নিজে সিএনজি চালিয়ে মধ্যরাতেও এসব অসহায় পরিবারের মুখে খাবার তুলে দিয়েছেন। চাল, ডাল, তেল, আটা, আলু, সেমাই, মুরগী সহ নানা খাবার দেয়া হয়েছে।
এদিকে নিজ দলের নেতাকর্মীদের বাসায় গোপনে পৌছে দিয়েছে খাদ্য সামগ্রী। বরিশাল নগরীর কাউনিয়ার বিভিন্ন এলাকা , সাবান ফ্যক্টরি এলাকা, ঝরঝরইয়া তলা, সিএনবি রোড, আমানত গঞ্জ, ঝাউতলা, বিএম কলেজ এলাকা,চাঁদমারী এলাকা, শেরে বাংলা সড়ক, সোনালী আইসক্রিম মোড়, দপ্তর খানা সহ অনেক এলাকায় দেয়া হয়েছে ত্রান সামগ্রী। এছাড়া ত্রান এর পাশাপাশি রমজানের শুরুতেই ইফতার সামগ্রী প্রদাণ করেন।
এ ব্যাপারে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক, বরিশাল জেলা যুবদলের সভাপতি ও বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী পারভেজ আকন বিপ্লব এর সাথে সাক্ষাতকালে তিনি জানান, অসহায় মানুষদের পাশে দাড়ানো আমাদের দায়িত্ব। তাদের মুখে খাবার তুলে দিতে পারলে নিজেকে ধন্য মনে হয়। বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত পরিবারের কাছে খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ পৌছে দিচ্ছি। আগামী দিনে যতদূর সম্ভব এসব অসহায় মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ। এসময় তিনি বরিশাল বাসীর কাছে দোয়া কামনা করেন।

সর্বশেষ