২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালে গ্রেফতার হলো ঢাকায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

অনলাইন ডেস্ক।।
বরিশালের উজিরপুর থেকে থেকে রজধানীর মতিঝিল ও শ্যামপুর থানায় দায়ের হওয়া দু’টি হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী কামাল হোসেন বিপ্লবকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার ধামুড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে উজিরপুর থানা পুলিশ।

কামাল হোসেন বিপ্লব ওই এলাকার মৃত্যু সিদ্দিকুর রহমানের ছেলে। পুলিশ জানিয়েছে দীর্ঘ দিন ধরে রাজধানীতে বসবাস করে আসছেন বিপ্লব। রাজধানীর শীর্ষ সন্ত্রাসী রোজেনের অন্যতম সহযোগী ছিলেন বিপ্লব।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ জানান, মতিঝিল থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি কামাল হোসেন বিপ্লব । ওই মামলায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদন্ড প্রদান করেন। এছাড়া শ্যামপুর থানায় দায়ের হওয়া অপর একটি হত্যা মামলার আসামিও তিনি।

ওই মামলাতেও তাকে মৃত্যুদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া মতিঝিল থানার আরেকটি মামলায় বিপ্লবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলার সাজা পরোয়ানা উজিরপুর থানায় পাঠানো হয়েছিল।

ওসি আলী আর্শাদ বলেন, গতকাল বিপ্লব উজিরপুওে আসেন । গোপন সংবাদের ভিত্তিতে আজ তার অবস্থান নিশ্চিত হয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

সর্বশেষ