১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে সংগ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
এম সাইফুল ইসলাম রাজু– 
বরিশাল বিভাগে এই প্রথম সংগ্রাহকদের নিয়ে আয়োজন করা হল “সংগ্রাহক সমাবেশ”। ‘বরিশাল কালেক্টরস সোসাইটির’ ব্যানারে অনলাইন ভিত্তিক এই সংগঠন অনুষ্ঠানটির আয়োজন করা হয়। জন্মসূত্রে বা চাকুরির সুবাধে যারা বরিশালে বিভাগে অবস্থিত তাদেরকে নিয়ে এই সংগঠন তৈরি করা হয়। সংগঠনের আত্মপ্রকাশ ঘটাতে আয়োজন করা হয় মিলনমেলার। ১৯ নভেম্বর শুক্রবার বরিশাল নগরীর চৌমাথাস্থ লেক ভিউ রেস্তোরায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের বিষয়বস্তু ছিল ডাকটিকিট, মুদ্রা, ব্যাংকনোট, কলম, বই ইত্যাদি সহ বিভিন্ন পুরোনো জিনিস সংগ্রহ করা। সংগ্রাহক সমাবেশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুপালী ব্যাংকের সিনিয়র অফিসার মামুন-উর-রশিদ, বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার ডেপুটি ডিরেক্টর আরিফুল ইসলাম, শেবাচিম হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মুশফিকুজ্জামান, প্রফেশনাল ইন্টেরিয়র ডিজাইনার আল বকর, সানফ্লাওয়ার মানি এক্সচেন্জের মনিরুল ইসলাম, ডাঃ মাঈনুল হাসান, ডাঃ আশিকুর রহমান তন্ময়, ডাঃ আসিফ আবেদীন, ডাঃ মাছুম। এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র দিবাকর, মেহরাব, বরিশাল জিলা স্কুল ও অন্যান্য স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার মানুষ। অনুষ্ঠানে অতিথিরা বলেন, দেশ এখন ডিজিটাল হচ্ছে। অনেক পুরোনো জিনিষ কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে। যেখানে আগের মূদ্রার ব্যবহার ছিল সেটা বন্ধ হয়ে কাগজের তৈরি টাকা ব্যবহার এসেছে।  কিন্তু টাকার কিছু নোট এখন বিলুপ্ত প্রায়। ভবিষ্যতে অনলাইন ব্যাংকিং এর কারনে টাকার প্রচলন বন্ধ হয়ে যেতে পারে। তাছাড়া আগের সময়ের নানা জিনিষপত্র এখন ইতিহাসের সাক্ষী মাত্র। তাই পুরোনো জিনিষ সংগ্রহ করা হচ্ছে এই সংগঠনের মূল লক্ষ্য। “ধান-নদী-খাল, এই তিনে বরিশাল; মুদ্রা কিংবা টাকায়, আমরা আছি একতায়” এই স্লোগানকে কেন্দ্র করে বরিশাল বিভাগের সংগ্রাহকরা একত্রে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। কেননা পড়াশোনা কিংবা কাজের পাশাপাশি সংগ্রহ মানুষের সৃজনশীলতার বিকাশ করে ও মানসিক শান্তি প্রদান এছাড়া মাদক-নেশা থেকে দূরে রাখে।.

সর্বশেষ