২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
নিশানবাড়ীয়া ইউপি চেয়ারম্যানকে ৫০ হাজার টাকা জরিমানা লন্ডনে যুদ্ধবিরোধী বিক্ষোভ: ফিলি*স্তিনে গ*ণহ*ত্যা বন্ধের দাবী দেশের বীমা খাতে দৃষ্টান্ত স্থাপন করছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স ২৯ মে সারাদিন লালমোহন উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে কাপ পিরিচ মার্কায় ভোট দিন আবারও বাড়ল স্বর্ণের দাম সৌদিতে ২৮৭৬০ বাংলাদেশি হজযাত্রী পৌঁছেছেন, দুইজনের মৃত্যু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত উপজেলা নির্বাচন : দ্বিতীয় ধাপে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন সোমবার থেকে ৬৫ দিন সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা মধ্যরাত থেকে সাগরে মাছ ধরা ৬৫ দিন বন্ধ

বরিশালে টানা ৮ দিন পর করোনা আক্রান্ত ২ রোগীর মৃত্যু, নতুন শনাক্ত ৩৮

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

শামীম আহমেদ :: বরিশাল জেলায় নতুন করে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে বরিশাল নগরেরই ২৫ জন। অর্থাৎ জেলায় মোট নতুন শনাক্তের মধ্যে ৬৫.৭৮ শতাংশই বরিশাল সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এছাড়া এ জেলায় টানা ৮ দিন পরে নতুন করে ২ জন রোগী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১০৬ জনের।

মঙ্গলবার রাতে বরিশাল সিভিল সার্জন কার্যালয়ের দেয়া সর্বোশেষ প্রতিবেদন অনুযায়ী, ২৭ এপ্রিল ২৪ ঘন্টায় বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত ২ জন মৃত্যুবরণ করেছেন।

এরা হালেন- বরিশাল নগরের কলেজ এভিনিউ এলাকার মমতাজ বেগম (৭৫) ও বরিশাল সদর উপজেলার উত্তর কড়াপুরের সেলিম খান (৫০)।

অপরদিকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ ও অ্যান্টিজেন পরীক্ষার প্রাপ্ত ফলাফল অনুযায়ী সর্বশেষ মোট আক্রান্তের মধ্যে বরিশাল নগরের ২৫ জন ছাড়াও সদর উপজেলায় ২ জন, বাকেরগঞ্জে ১, বাবুগঞ্জে ৫, গৌরনদীতে ২, আগৈলঝাড়ায় ১, বানারীপাড়ায় ১ এবং উজিরপুর উপজেলায় ১ জন রয়েছেন।আর মোট আক্রান্তের মধ্যে মাত্র ৪ জন হাসপাতলে ভর্তি রয়েছেন, বাকীরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

অপরদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ হওয়া ১৯ জনের মধ্যে হাসপাতাল থেকে ২ জন এবং বাড়ি থেকে ১৭ রয়েছেন।

সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন জানান, বরিশাল জেলায় এ পর্যন্ত ৬ হাজার ৫৩৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে মোট সুস্থ হয়েছে ৫ হাজার ২৬২ জন এবং মোট মৃত্যু হয়েছে ১০৬ জনের। এ জেলায় এ পর্যন্ত ৩ হাজার ২৬৬ জনের বিদেশগামীদের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে মাত্র ১০৩ জনের করোনা শনাক্ত হয়েছে।”

 

সর্বশেষ