১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বরিশালে বাড়ছে তালপাখার চাহিদা অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে বরিশাল স্টেডিয়ামে : পানিসম্পদ প্রতিমন্ত্রী গলাচিপায় নাগরিক কমিটি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রেস বিফ্রিং যুক্তরাজ্যে বিশ্ব রেকর্ড গড়লেন বাংলাদেশী চিকিৎসক ডা. শরিফুল হালিম উজিরপুরে নোটিশ ছাড়া দোকানপাট ঘরবাড়ি উচ্ছেদ ! বাংলাবাজার খানকায়ে নেছারিয়ায় মাসিক তা'লিমী জলসা অনুষ্ঠিত মির্জাগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে কৃষকের হাত ভেঙে দিল সন্ত্রাসীরা ।। মির্জাগঞ্জে ত্রিমুখী লড়াইয়ে জমজমাট ভোটের মাঠ সরকারি হাসপাতালে অবৈধ ফার্মেসি-ক্যান্টিন থাকবে না যত বাধা আসুক, দেশকে এগিয়ে নেব: প্রধানমন্ত্রী

বরিশালে ধাওয়া-পাল্টাধাওয়া বোমা হামলা, আহত-৫

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email


গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদী পৌরসভা নির্বাচনের প্রচারনার শেষ দিনে বৃহস্পতিবার রাতে ৬নং ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কমপক্ষে ১৫টি বোমার বিস্ফোরন হয়। হামলায় উভয় পক্ষের ৫ জন আহত হয়। হামলার জন্য একে অপরকে দায়ী করেছে। আহত দুই জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও পুলিশ জানান, গৌরনদী পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতিকুর রহমানের সঙ্গে প্রতিদ্ধন্ধী প্রার্থী সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ছাত্র সংসদের সাবেক ভিপি সুমন মাহমুদের মধ্যে চরম উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার রাত সোয়া ৯টায় দিকে শাওড়া এলাকায় আতিকুর রহমানের সমর্থক তারেক হোসনের সঙ্গে সুমন মাহমুদের সমর্থক মামুন হোসেনের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা পাল্টাা হামলার ঘটনা ঘটে। এ সময় কমপক্ষে ১৫ টি শক্তিশালী বোমার বিস্ফোরন ঘটে। আতংকে মানুষ ছোটাছুটি করতে থাকে।
সুমন মাহমুদ অভিযোগ করে বলেন, আতিকুর রহমানের সমর্থকরা বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শাওড়া মহল্লার শাহজাহান বেপারীর বাড়ির সামনে আমার নির্বাচনী কার্যালয়ে বোমা হামলা চালিয়ে অফিসের মধ্যে বসে থাকা সাগর মোল্লা (২২) ও জামিল হোসেন (২৩)সহ ৪ কর্মীকে মারধর করে আহত করেছে। আতিকুর রহমান এ অভিযোগ অস্বীকার করে বলেন, সুমন মোল্লার সমর্থকরা বোমা হামলা চালিয়ে আমার সমর্থকদের ধাওয়া করে। এ সময় নাহার সিনেমা হলের সামনে আমার সমর্থক রিয়াজ মোল্লা (২৫) ও রাকিব হোসেনকে (২৬) পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ তৌহীদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাতে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। তবে এ ঘটনায় কেউ কোন অভিযোগ করেন নাই।

সর্বশেষ