২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বরিশালে নানা আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরিশাল বাণী:  থাকব ভালো, রাখব ভালো দেশ বৈধপথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ এই স্লোগান নিয়ে আজ ১৮ ডিসেম্বর রবিবার সকাল ৯ টায় জেলা প্রশাসন এবং জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস বরিশাল এর আয়োজনে সার্কিট হাউজ প্রাঙ্গনে বর্ণাঢ্য এক র‌্যালির মধ্যে দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২২ এর শুভ সুচনা ও উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন।

সার্কিট হাউজ চত্বর প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয় পরে সেখান আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা, চেক বিতরণ, পুরস্কার বিতরণী ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল রুম্পা সিকদার। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন বরিশাল ডাঃ মারিয়া হাসান, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ মেহেদী হাসান, অধ্যক্ষ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বরিশাল, প্রকৌশলী গোলাম কবীরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস বরিশাল শাহাবুদ্দিন আহমেদ। আলোচনা সভায় অতিথিরা আন্তর্জাতিক অভিবাসী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।

পরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে প্রবাসী কর্মীদের ২১ জন মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি (এসএসসি) প্রদাম করা হয় পাশাপাশি বরিশাল জেলায় ২ জন রেমিট্যান্স প্রদান কারিকে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল।

সর্বশেষ