১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালে নৃত্য শিখতে গিয়ে গণধর্ষণের শিকার কিশোরী

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল নগরীতে নৃত্য শিখতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৬)। এ ঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী কিশোরী বরিশাল সদর উপজেলার চরকাউয়ার বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, ওই কিশোরী নগরীর একটি প্রতিষ্ঠানে নৃত্য শিখছে। গত ২১ জানুয়ারি সন্ধ্যায় কিশোরীকে ফোন করে ২৪নং ওয়ার্ডের কাউন্সিলরের কার্যালয় সংলগ্ন একটি মোবাইল-ফোন টাওয়ারের কাছে আসতে বলেন নৃত্য সহকারী মিরাজ হোসেন। ওই কিশোরী সেখানে উপস্থিত হলে ওখানকার টাওয়ারের মধ্যে একটি কক্ষে নিয়ে যায় মিরাজ এবং ওই টাওয়ারের দেখাশোনার দায়িত্বে থাকা কর্মচারী জসিম উদ্দিন। সেখানে নিয়ে তারা পালাক্রমে তাকে ধর্ষণ করেন। এরপর তার কাছে থাকা মোবাইল-ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় মিরাজ ও জসিম। পরে ওই কিশোরী বের হয়ে পাশ্ববর্তি কাউন্সিলরের কার্যালয়ে যান ওই কিশোরী। পরে তার মাকে কল করে সেখানে যেতে বলেন। এরই মধ্যে বিষয়টি জানাজানি স্থানীয়রা থানা পুলিশকে কল দিলে ঘটনাস্থলে গিয়ে কোতয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম ও ওসি (অপারেশন) বিপ্লব কুমার মিস্ত্রী ওই কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

ওই ঘটনায় শনিবার দিবাগত রাতে থানায় মামলা দায়ের করেন কিশোরীর মা।

সোমবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার পরিদর্শক (অপারেশন) বিপ্লব কুমার মিস্ত্রী বলেন, আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। পাশাপাশি নির্যাতিতা কিশোরীকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিতে) ভর্তি করা হয়েছে।

সর্বশেষ